
ম্যাচের ২৮ মিনিটের মাথায় সেবাস্তিয়ান জিমান্সকির পাস থেকে পোল্যান্ডের হয়ে বল জালে জড়িয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)।

৪২ মিনিটের মাথায় ডি ব্রুইনের শট আটকে দেন পোল্যান্ডের গোলকিপার। কিন্তু ফিরতি বল পেয়েই বেলজিয়ামকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল (Axel Witsel)।

ম্যাচের ৫৯ মিনিটে এডেন হ্যাজার্ডের পাস থেকে বেলজিয়ামকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne)।

বেলজিয়ামের হয়ে ৭৩ মিনিট ও ৮০ মিনিটে জোড়া গোল লিয়েন্দ্রো ট্রসার্ডের (Leandro Trossard)।

ট্রসার্ডের দ্বিতীয় গোলের তিন মিনিটের মধ্যে বেলজিয়ামকে ৫-১ এগিয়ে দেন লিয়েন্ডার ডেনডনকার (Leander Dendoncker)।

৯০+৩ মিনিটের মাথায় কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লুই ওপেন্ডা (Lois Openda)।