
আজ, শুক্রবার ২৩ ডিসেম্বর কোচিতে বসবে আইপিএল-২০২৩ এর মিনি নিলাম। এ বারের নিলামে উঠবেন মোট ৪০৫ জন ক্রিকেটার। যার মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে। এবং বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৩২। এ বারের মিনি নিলামে বিশেষ নজর থাকবে বেন স্টোকস, স্যাম কারান, ক্যামেরন গ্রিনের মতো তারকা ক্রিকেটারদের দিকে।

বেন স্টোকস: এ বারের মিনি নিলামে ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে সব থেকে বেশি আলোচনা হচ্ছে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েঠেন তিনি। যার ফলে স্টোকসকে মিনি নিলামে ১০টি দলই নেওয়ার জন্য ঝাঁপাবে। যদিও এ কথা ঠিক, যে দলের হাতে বেশি টাকা রয়েছে, তারাই স্টোকসকে কিনতে পারবে।

ক্যামেরন গ্রিন: অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার ভারতের মাটিতে খেলে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। ব্যাট হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি দলকে বোলিংয়ের ভরসা দিতে পারেন গ্রিন। যার ফলে তাঁর মতো ইউটিলিটি ক্রিকেটারকে দলে পেতে চাইবে অনেক ফ্র্যাঞ্চাইজি।

আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার স্যাম কারান


হ্যারি ব্রুক: বেন স্টোকস ও স্যাম কারান ছাড়া ইংল্যান্ডের আরও এক ক্রিকেটারের দিকে এ বারের নিলামে নজর থাকতে পারে একাধিক দলের। আইপিএলে এই প্রথম বার নিলামে উঠতে চলেছেন ব্রুক। এই তরুণ ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে অনেক ফ্র্যাঞ্চাইজি।