PSG: মেসিহীন পিএসজির লজ্জার হার, নেইমার খেললেও লাভ হল না
Lionel Messi: লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, মার্কো ভেরাত্তির মতো ফুটবলাররা ছিলেন না। মেসির অনুপস্থিতিতে লজ্জার হার পিএসজির। লিগ ওয়ানে শীর্ষে থাকা পিএসজিকে ৩-১ ব্য়বধানে হারালো মোনাকো। তাদের আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ প্য়ারিস স্য়ঁ জ্য়ঁ-র। এই জয়ের ফলে লিগ ওয়ানের পয়েন্টে টেবলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল মোনাকো।