PSG: মেসিহীন পিএসজির লজ্জার হার, নেইমার খেললেও লাভ হল না

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 12, 2023 | 8:30 AM

Lionel Messi: লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, মার্কো ভেরাত্তির মতো ফুটবলাররা ছিলেন না। মেসির অনুপস্থিতিতে লজ্জার হার পিএসজির। লিগ ওয়ানে শীর্ষে থাকা পিএসজিকে ৩-১ ব্য়বধানে হারালো মোনাকো। তাদের আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ প্য়ারিস স্য়ঁ জ্য়ঁ-র। এই জয়ের ফলে লিগ ওয়ানের পয়েন্টে টেবলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল মোনাকো।

1 / 8
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, মার্কো ভেরাত্তির মতো ফুটবলাররা ছিলেন না। মেসির অনুপস্থিতিতে লজ্জার হার পিএসজির। কোচ জানিয়েছেন, সোমবার অনুশীলন করবেন মেসি। (ছবি: টুইটার)

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, মার্কো ভেরাত্তির মতো ফুটবলাররা ছিলেন না। মেসির অনুপস্থিতিতে লজ্জার হার পিএসজির। কোচ জানিয়েছেন, সোমবার অনুশীলন করবেন মেসি। (ছবি: টুইটার)

2 / 8
লিগ ওয়ানে শীর্ষে থাকা পিএসজিকে ৩-১ ব্য়বধানে হারালো মোনাকো। তাদের আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ প্য়ারিস স্য়ঁ জ্য়ঁ-র। (ছবি: টুইটার)

লিগ ওয়ানে শীর্ষে থাকা পিএসজিকে ৩-১ ব্য়বধানে হারালো মোনাকো। তাদের আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ প্য়ারিস স্য়ঁ জ্য়ঁ-র। (ছবি: টুইটার)

3 / 8
এই জয়ের ফলে লিগ ওয়ানের পয়েন্টে টেবলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল মোনাকো। জোড়া গোল করেন উইসাম বেন ইয়েডার। (ছবি: টুইটার)

এই জয়ের ফলে লিগ ওয়ানের পয়েন্টে টেবলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল মোনাকো। জোড়া গোল করেন উইসাম বেন ইয়েডার। (ছবি: টুইটার)

4 / 8
ম্য়াচ শুরুর আগে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ম্যাচের চতুর্থ মিনিটে পিএসজির ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগায় মোনাকো। ৪ মিনিটেই মোনাকো ১-০ এগিয়ে দেন আলেকজান্ডার গলোভিন। (ছবি: টুইটার)

ম্য়াচ শুরুর আগে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ম্যাচের চতুর্থ মিনিটে পিএসজির ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগায় মোনাকো। ৪ মিনিটেই মোনাকো ১-০ এগিয়ে দেন আলেকজান্ডার গলোভিন। (ছবি: টুইটার)

5 / 8
মাত্র ১৪ মিনিটের ব্য়বধানেই ফের ধাক্কা পিএসজি রক্ষণে। ক্রেপিন দিয়াতার পাস সামলাতে পারেননি পিএসজির মাত্র ১৭ বছরের ডিফেন্ডার এল শাডিলে বিতসিয়াবু। তাঁর অনভিজ্ঞতার ভুলের সুযোগ নিয়ে গোল বেন ইয়েডারের। (ছবি: টুইটার)

মাত্র ১৪ মিনিটের ব্য়বধানেই ফের ধাক্কা পিএসজি রক্ষণে। ক্রেপিন দিয়াতার পাস সামলাতে পারেননি পিএসজির মাত্র ১৭ বছরের ডিফেন্ডার এল শাডিলে বিতসিয়াবু। তাঁর অনভিজ্ঞতার ভুলের সুযোগ নিয়ে গোল বেন ইয়েডারের। (ছবি: টুইটার)

6 / 8
পিএসজিকে আশার আলো দেখান ওয়ারেন জাইরে এমেরি। ৩৯ মিনিটে ১ গোল শোধ করেন তিনি। যদিও দীর্ঘ সময় গোল ধরে রাখতে পারেনি পিএসজি। (ছবি: টুইটার)

পিএসজিকে আশার আলো দেখান ওয়ারেন জাইরে এমেরি। ৩৯ মিনিটে ১ গোল শোধ করেন তিনি। যদিও দীর্ঘ সময় গোল ধরে রাখতে পারেনি পিএসজি। (ছবি: টুইটার)

7 / 8
প্রথমার্ধের সংযুক্তি সময়ে জোড়া গোল সম্পূর্ণ করেন বেন ইয়েডার। দ্বিতীয়ার্ধে আশরফ হাকিমি, প্রিসনেল কিম্পেম্বে, সের্গিও ব়্যামোসের মতো অভিজ্ঞরা নামায় বড় রকমের লজ্জার হাত থেকে বাঁচে পিএসজি। (ছবি: টুইটার)

প্রথমার্ধের সংযুক্তি সময়ে জোড়া গোল সম্পূর্ণ করেন বেন ইয়েডার। দ্বিতীয়ার্ধে আশরফ হাকিমি, প্রিসনেল কিম্পেম্বে, সের্গিও ব়্যামোসের মতো অভিজ্ঞরা নামায় বড় রকমের লজ্জার হাত থেকে বাঁচে পিএসজি। (ছবি: টুইটার)

8 / 8
লিগ ওয়ানে পিএসজি শীর্ষে থাকলেও এই ম্যাচে ১-৩ ব্য়বধানে হার অস্বস্তি বাড়াল। মেসি না থাকলে যদি এই হাল হয়, তাহলে এগনো খুব কঠিন। লিগে শীর্ষস্থান ধরে রাখা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। (ছবি: টুইটার)

লিগ ওয়ানে পিএসজি শীর্ষে থাকলেও এই ম্যাচে ১-৩ ব্য়বধানে হার অস্বস্তি বাড়াল। মেসি না থাকলে যদি এই হাল হয়, তাহলে এগনো খুব কঠিন। লিগে শীর্ষস্থান ধরে রাখা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। (ছবি: টুইটার)

Next Photo Gallery