Palash Flower: যৌনতায় অনীহা, সমস্যা মেটাতে পারে পলাশ ফুল, জানুন আর কী কী সুফল লুকিয়ে আছে?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Mar 16, 2022 | 8:28 PM

Palash Flower-Holi 2022: পলাশ ফুলের একাধিক গুণ। ছবিতে দেখুন।

1 / 6
পলাশ বীজের গুঁড়ো শরীরে কৃমির সমস্যা মেটাতে পারে।

পলাশ বীজের গুঁড়ো শরীরে কৃমির সমস্যা মেটাতে পারে।

2 / 6
পেটের সমস্যা, অর্থাৎ ডায়ারিয়ার মোক্ষম দাওয়াই পলাশ ফুল।

পেটের সমস্যা, অর্থাৎ ডায়ারিয়ার মোক্ষম দাওয়াই পলাশ ফুল।

3 / 6
ডায়াবিটিজ়ের সমস্যা থেকে বাঁচাতে পারে পলাশ ফুল। হজমশক্তি বাড়িয়ে কমিয়ে ফেলতে পারে ডায়াবিটিজ়ের সমস্যা।

ডায়াবিটিজ়ের সমস্যা থেকে বাঁচাতে পারে পলাশ ফুল। হজমশক্তি বাড়িয়ে কমিয়ে ফেলতে পারে ডায়াবিটিজ়ের সমস্যা।

4 / 6
যৌনক্রিয়ায় অনীহা। ওষুধ লুকিয়ে আছে পলাশে। রাতে দুধের সঙ্গে পলাশ ফুলের গুঁড়ো খেলে মিটতে পারে সমস্যা।

যৌনক্রিয়ায় অনীহা। ওষুধ লুকিয়ে আছে পলাশে। রাতে দুধের সঙ্গে পলাশ ফুলের গুঁড়ো খেলে মিটতে পারে সমস্যা।

5 / 6
ত্বকের সংক্রমণ, যোনিতে সংক্রমণ, যে কোনও ক্ষত, প্রস্রাবের সমস্যাও মেটাতে পারে পলাশ।

ত্বকের সংক্রমণ, যোনিতে সংক্রমণ, যে কোনও ক্ষত, প্রস্রাবের সমস্যাও মেটাতে পারে পলাশ।

6 / 6
তবে বিশেষজ্ঞরা বলছেন, পলাশ ফুলের বীজ এবং ফুলের গুঁড়ো খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। গর্ভবতী ও স্তন্যপান করানো মায়েদের পরামর্শ নেওয়া আরও বেশি জরুরি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পলাশ ফুলের বীজ এবং ফুলের গুঁড়ো খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। গর্ভবতী ও স্তন্যপান করানো মায়েদের পরামর্শ নেওয়া আরও বেশি জরুরি।

Next Photo Gallery