TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Jan 23, 2022 | 11:16 AM
টানা তিন মাস প্রতিদিন অন্তত ৩ গ্লাস করে গরম জল খেয়ে দেখুন। অনেকটা ওজন কমে যাবে।
শরীরে রক্ত চলাচল সচল রাখে গরম জল। ফলে শরীর অনেক ঝরঝরে আর সতেজ থাকে।
গরম জল হাড় এবং পেশীর সংযোগস্থলগুলো অনেক মোলায়েম রাখতে সাহায্য করে। ফলে ব্যথা কমে যায়।
চুল ও ত্বকের জন্য গরম জল খুবই ভাল। হালকা গরম জল খেলে চকচকে হয় চুল ও ত্বক। চুলের স্থায়িত্ব বাড়ে, চুল গজায়।
শরীরকে ডিটক্স করতে সাহায্য করে। শরীরের ভেতরের খারাপ পদার্থগুলো বাইরে বের করে দেয় গরম জল এবং শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করে।