একা ঘুরতে যাওয়ার কথা তো অনেকেই ভাবতেই পারেন না। দল বেঁধে ঘুরতে যাওয়ার মধ্যে যে মজা আছে তা কি একা যাওয়ার মধ্যে আছে? প্রাথমিকভাবে উত্তরে ‘না’ টাই আসবে বেশি। কিন্তু, একা ঘুরতে যাওয়ার মধ্যে যে ধরনের অ্যাডভেঞ্চার আছে, সেটা একটা অনন্য অভিজ্ঞতা দিতে পারে আপনাকে।
আপনার আত্মবিশ্বাস অটুট থাকা জরুরি। একা ঘুরতে গেলে অনেক কঠিন সময় আসতে পারে, যা আপনাকে একাই সামাল দিতে হবে। সেই পরিস্থিতি মোকাবিলা করার মতো বিশ্বাস আদতে আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে মারাত্মক ভাবে।
একা একা একটু ঘুরে আসুন। গতানুগতিক জীবনধারা থেকে বেড়িয়ে আপনার নিজের মধ্যে স্বাধীন চেতনা খুঁজে পাবেন। ইন্ডিভিজুয়ালিজমকে গুরত্ব দিতে পারবেন। নিজের মধ্যেই প্রাত্যহিক জীবনে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হবে।
একা বেড়াতে গেলে আর্থিক ভাবেও নির্ভরশীল হয়ে ওঠা যায়। কোথায় কীভাবে কতটা খরচ করবেন, সব কিছু নির্ভর করে নিজের ওপর। গতকালের সেই আপনি হঠাৎ করেই অনেকটা বদলে যেতে পারেন একটা সোলো ট্রিপ করার পর।
একা ঘুরতে গেলে পরিচিত রুটিন থেকে আপনি একটি ছোট্ট ব্রেক পাবেন। এই ট্রাভেলের পরে যখন নিজের মানুষদের কাছে ফিরে যাবেন, কোথাও গিয়ে সম্পর্কের ভাল একটা শুরু হতে পারে।
একা ঘুরতে গেলে আপনি নিজের জন্য় সময় পান এবং নিজের জন্য ব্য়ক্তিগত পরিসরও তৈরি হয়। আপনি পর্যবেক্ষণ করেন। আপনার একাধিক মানুষের সঙ্গে পরিচিতি তৈরি হয়। সাংস্কৃতিক আদানপ্রদান হয়। এই অভিজ্ঞতা আপনার আত্ম সচেতনতা বাড়ায়। আপনাকে শক্ত এবং স্বাধীন মানুষ হিসেবে গড়ে তোলে।