Bengali Adda: বিজয়ার পর শ্রীজাতর বাড়িতে দেদার আড্ডা, আইডিয়া ছিল অপর্ণা সেনের

হালকা শীত পড়েছে। শীতের আমেজ গায়ে মেখেই সকলে চলে এসেছিলেন আড্ডা দিতে। তবে শ্রীজাতর বাড়ির এই আড্ডার আইডিয়া কিন্তু অপর্ণা সেনের। এই আড্ডার নাম দেওয়া হয়েছে 'আরশি নগর'। নাম দিয়েছেন শ্রীজাতই। কাকতালীয় ভাবে 'আরশিনজর' অপর্ণা সেনের একটি সিনেমার নামও।

| Edited By: Sneha Sengupta

Nov 10, 2021 | 12:46 AM

1 / 9
কবি শ্রীজাতর বাড়িতে চাঁদের হাট।

কবি শ্রীজাতর বাড়িতে চাঁদের হাট।

2 / 9
আড্ডার মাঝে পরমব্রত চট্টোপাধ্যায়ের গান।

আড্ডার মাঝে পরমব্রত চট্টোপাধ্যায়ের গান।

3 / 9
বিরসা দাশগুপ্তর সঙ্গে অনিন্দ্য চট্টোপাধ্যায় ও শ্রীজাত পত্নি দূর্বা। সেলফি তুললেন শ্রীজাত।

বিরসা দাশগুপ্তর সঙ্গে অনিন্দ্য চট্টোপাধ্যায় ও শ্রীজাত পত্নি দূর্বা। সেলফি তুললেন শ্রীজাত।

4 / 9
কল্যান রায়ের সঙ্গে দূর্বা ও শ্রীজাত।

কল্যান রায়ের সঙ্গে দূর্বা ও শ্রীজাত।

5 / 9
বিদীপ্তা ও দূর্বা।

বিদীপ্তা ও দূর্বা।

6 / 9
আড্ডার মাঝে আলোচনা। সকলের মন সেই আলোচনাতেই।

আড্ডার মাঝে আলোচনা। সকলের মন সেই আলোচনাতেই।

7 / 9
রান্না ঘরে খুন্তি হাতে অপর্ণা সেন। সকলের জন্য তৈরি করলেন স্পেশ্যাল সসেজ আইটেম।

রান্না ঘরে খুন্তি হাতে অপর্ণা সেন। সকলের জন্য তৈরি করলেন স্পেশ্যাল সসেজ আইটেম।

8 / 9
দূর্বা, বিদীপ্তা ও অপর্ণা সেন।

দূর্বা, বিদীপ্তা ও অপর্ণা সেন।

9 / 9
আড্ডার মাঝে ছবি তুলতে ক্যামেরার দিকে সকলের চোখ। আড্ডায় অংশ নিয়েছিলেন শ্রীজাতর মা-ও।

আড্ডার মাঝে ছবি তুলতে ক্যামেরার দিকে সকলের চোখ। আড্ডায় অংশ নিয়েছিলেন শ্রীজাতর মা-ও।