ভালবেসে বিয়ে করে পরিণতি সুখের হয়নি। ভেঙে গিয়েছিল সম্পর্ক। ছাড়াছাড়ি হয়েছিল।
রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার - দু'জনেই তুখোড় অভিনেতা। রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'চিরদিনই তুমি যে আমার'-এ একসঙ্গে আত্মপ্রকাশ করেন বিখ্যাত জুটি রাহুল-প্রিয়াঙ্কা। পর্দার প্রেম বাস্তব জীবনেও ছাপ রেখে যায়। অভিন্ন হৃদয় ছিলেন দু'জন। বিয়ে করেন। কিন্তু টেকেনি সেই বিয়ে। তাঁদের ছাড়াছাড়িতে অনেকেই অবাক হয়েছিলেন। দীর্ঘদিন এই ঘটনা মেনে নিতে পারেননি তাঁদের ফলোয়াররাও।
দেবশ্রী রায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - একটা সময় প্রচুর হিট বাংলা ছবির নায়ক-নায়িকা ছিলেন প্রসেনজিৎ ও দেবশ্রী। একে-অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। তাঁদের আইনি ভাবে ছাড়াছাড়ি হয়ে যায়।
রচনা বন্দ্যোপাধ্যায় ও সিদ্ধান্ত মহাপাত্র - ওড়িয়া ছবির নায়ক সিদ্ধান্ত মহাপাত্রর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে তাঁকে বিয়ে করেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। ডিভোর্স হয়ে যায় দু'জনের।
খুবই অল্প বয়স তখন। ভালবেসে স্বস্তিকা বিয়ে করেছিলেন নামকরা সঙ্গীত শিল্পী সাগর সেনের পুত্র প্রমিত সেনকে। কিন্তু সেই বিয়ে টেকেনি। অল্প দিনের মাথায় ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রাজীব বিশ্বাস - স্বস্তিকার মতোই খুবই অল্প বয়সে বিয়ে করেন অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে। ১১ বছর সংসার করেন তাঁরা। তারপর আইনি ভাবে ছাড়াছাড়ি হয়ে যায়।