Friendship Day: বন্ধু দিবসে বিঞ্জ ওয়াচ করতে চাইলে দেখতেই পারেন এই বাংলা ছবি!
বাংলা ছবির তালিকায় এমন কিছু ছবি আছে, যা আপনি বন্ধু দিবসে বিঞ্জ ওয়াচ করতে পারেন। ছবির মূল বিষয় নিপাট 'বন্ধুত্ব'। রইল তেমনই ৭টি ফ্রেন্ডশিপ ফিল্ম।

ছেলেবেলার সেই টিফিন শেয়ার করা বন্ধুত্বের মিষ্টি গল্প বলেছিল 'হামি'।
- ‘গুপী গাইন, বাঘা বাইন’-এর অমর বন্ধুত্ব কে ভুলতে পারে? তারা মানিকজোড়!
- ছেলেবেলার সেই টিফিন শেয়ার করা বন্ধুত্বের মিষ্টি গল্প বলেছিল ‘হামি’।
- ছেলেবেলার পাড়ার বন্ধুদের কে ভুলতে পারে? পাড়ার বন্ধুদের নিয়ে তৈরি হয় ‘ওপেন টি বায়োস্কোপ’।
- একই পাড়ার তিন বন্ধুর গল্প বলেছিল তিন ‘ইয়ারি কথা’। তাঁদের বন্ধুত্বের মধ্যে জায়গা করে নিয়েছিল এক নারী।
- পাড়ার বন্ধুত্ব থেকে শেষমেশ ছাদনাতলা। ‘ঘরে অ্যান্ড বাইরে’তে ছিল সেই গল্পের রসায়ন।
- তিনি বান্ধবীর লাগামছাড়া বন্ধুত্বের গল্প ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’।
- পাহাড়ের কোলে এক মজার গল্প বলেছিল ‘কাটমুন্ডু’







