Mekhla Dasgupta: রবীন্দ্রসঙ্গীত গেয়ে মন জয় করলেন মেখলা; টি-সিরিজ় থেকে বেরল সেই গান

Rabindra Sangeet: এবার টি-সিরিজ়ের হয়ে গান গাইলেন বাঙালি গায়িকা মেখলা দাশগুপ্ত। তিনি গাইলেন বিখ্যাত 'শ্রাবণের ধারার মতো' রবীন্দ্রসঙ্গীতটি।

| Edited By: Sneha Sengupta

Dec 20, 2022 | 8:30 AM

1 / 5
এবার টি-সিরিজ়ের হয়ে গান গাইলেন বাঙালি গায়িকা মেখলা দাশগুপ্ত। তিনি গাইলেন বিখ্যাত 'শ্রাবণের ধারার মতো' রবীন্দ্রসঙ্গীতটি।

এবার টি-সিরিজ়ের হয়ে গান গাইলেন বাঙালি গায়িকা মেখলা দাশগুপ্ত। তিনি গাইলেন বিখ্যাত 'শ্রাবণের ধারার মতো' রবীন্দ্রসঙ্গীতটি।

2 / 5
গানের পরিচালনা করেছেন আর এক বাঙালি আদিত্য পাল। একটি পুরনো দিনের সাবেকি বাগান বাড়িতে শুটিং হয়েছে গানের। টি-সিরিজ়ের ইউটিউবে গানের ভিডিয়োটি আপলোড করা হয়েছে ইতিমধ্যেই।

গানের পরিচালনা করেছেন আর এক বাঙালি আদিত্য পাল। একটি পুরনো দিনের সাবেকি বাগান বাড়িতে শুটিং হয়েছে গানের। টি-সিরিজ়ের ইউটিউবে গানের ভিডিয়োটি আপলোড করা হয়েছে ইতিমধ্যেই।

3 / 5
যাঁরা শুনেছেন, তাঁরা অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মনে হয়েছে গানের উপস্থাপনার মধ্যে ফুটে উঠেছে সারল্য এবং মিষ্টিভাব।

যাঁরা শুনেছেন, তাঁরা অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মনে হয়েছে গানের উপস্থাপনার মধ্যে ফুটে উঠেছে সারল্য এবং মিষ্টিভাব।

4 / 5
গানে ফিচার করা হয়েছে মেখলাকেই। দেখা যাচ্ছে, তিনি বাড়ি ফিরেছেন এবং সকলকে সারপ্রাইজ় দিয়েছেন। তাঁকে দেখে সকলেই খুবই উচ্ছ্বসিত হয়েছেন।

গানে ফিচার করা হয়েছে মেখলাকেই। দেখা যাচ্ছে, তিনি বাড়ি ফিরেছেন এবং সকলকে সারপ্রাইজ় দিয়েছেন। তাঁকে দেখে সকলেই খুবই উচ্ছ্বসিত হয়েছেন।

5 / 5
২০১৬ সালের জ়ি বাংলা সা রে গা মা পা-তে অংশগ্রহণ করেছিলেন মেখলা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক মেখলা শেষমেশ গানকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। বাংলা সিনেমাতেও তিনি নিয়মিত প্লেব্যাক করেছেন। কেবল তাই নয়, বাংলা সিরিয়ালের জন্যেও গান করেন তিনি।

২০১৬ সালের জ়ি বাংলা সা রে গা মা পা-তে অংশগ্রহণ করেছিলেন মেখলা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক মেখলা শেষমেশ গানকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। বাংলা সিনেমাতেও তিনি নিয়মিত প্লেব্যাক করেছেন। কেবল তাই নয়, বাংলা সিরিয়ালের জন্যেও গান করেন তিনি।