ডাব চিংড়ি: চিংড়িগুলি মুখে জল আনা মশলার সঙ্গে মেশানো হয় এবং কোমল নারকেলে মুড়ে পরিবেশন করা হয়।
মাছের ঝোল: বাঙালির খুব পরিচিত প্রাত্যহিক খাবারগুলোর মধ্যে একটা। খুব কম মশলা সহযোগে একদম পাতলা করে ঝোল করে তাতে ভাজা মাছ দিয়ে দেওয়া হয়।
ফিশ কবিরাজি: কবিরাজির স্বাদ অসাধারণ হয়। বানাগ্লি স্ন্যাক্সের জন্য এই খাবার ব্যবহার করে থাকে। চায়ের সঙ্গে এই খাবারের খুব ভাল কম্বিনেশন তৈরি হয়।
দই মাছ: মাছের ডিশগুলির মধ্যে অন্যতম হল এই দই মাছ। টক দই দিয়ে তৈরি এই মশলার মধ্যে একটা চটকদার ব্যাপার থাকে। এটাই এই ডিশকে বাকিদের থেকে আলাদা করে।
সর্ষে ইলিশ: সর্ষে আর পোস্ত দিয়ে এর মশলা তৈরি করা হয়। বর্ষাকালে সর্ষে ইলিশের মতো খাবারের জুড়ি মেলা ভার।
কাতলা কালিয়া: মেসের জীবন হোক কিংবা প্রাত্যহিক মাছের খাবারে অল্প স্বাদ পরিবরতন...কাতলা কালিয়া সব সময় নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছে। একটু ভারী মশলা দিয়ে তৈরি কালিয়াতে অল্প ঝাল আর মিষ্টির ছোঁয়া থাকে।