FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের ‘সেরা’ গোল

কাতার বিশ্বকাপের সেরাj সেরা গোলের তালিকাটা বেশ বড়। তারই মধ্যে কয়েকটি দুর্দান্ত গোলের ঝলক দেকে নেওয়া যাক।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 16, 2022 | 12:06 PM

1 / 5
ফুটবল মানেই গোল। ফুটবলার থেকে সমর্থক প্রত্যেকেই মুখিয়ে থাকেন গোল করা ও গোল দেখার আশায়। কাতার বিশ্বকাপে একাধিক দুর্দান্ত গোল হয়েছে। সেরা কিছু গোলের ঝলক দেখে নেওয়া যাক। ছবি: টুইটার

ফুটবল মানেই গোল। ফুটবলার থেকে সমর্থক প্রত্যেকেই মুখিয়ে থাকেন গোল করা ও গোল দেখার আশায়। কাতার বিশ্বকাপে একাধিক দুর্দান্ত গোল হয়েছে। সেরা কিছু গোলের ঝলক দেখে নেওয়া যাক। ছবি: টুইটার

2 / 5
কাতার বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ৭২ মিনিটে রিচার্সলিসনের অনবদ্য গোলটি নজর কেড়েছিল সবার। তাঁর এই গোলেই সার্বিয়াকে পরাস্ত করে ব্রাজিল। ছবি: টুইটার

কাতার বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ৭২ মিনিটে রিচার্সলিসনের অনবদ্য গোলটি নজর কেড়েছিল সবার। তাঁর এই গোলেই সার্বিয়াকে পরাস্ত করে ব্রাজিল। ছবি: টুইটার

3 / 5
পর্তুগালের বিপক্ষে ৭৩ মিনিটের মাথায় রক্ষণভাগ ভেঙে কিলিয়ান এমবাপের দুর্দান্ত গোলটি প্রশংসার দাবি রাখে। ছবি: টুইটার

পর্তুগালের বিপক্ষে ৭৩ মিনিটের মাথায় রক্ষণভাগ ভেঙে কিলিয়ান এমবাপের দুর্দান্ত গোলটি প্রশংসার দাবি রাখে। ছবি: টুইটার

4 / 5
সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে কর্নার থেকে বল এগিয়ে নিয়ে এসে ক্যাপ্টেন মেসি বলটি দেন জুলিয়ন আলভারেজকে। মেসির পাসে বল প্রতিপক্ষের জালে ভরে দেন আলভারেজ। সেরার মধ্যে অন্যতম সেরা গোল এটি। ছবি: টুইটার

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে কর্নার থেকে বল এগিয়ে নিয়ে এসে ক্যাপ্টেন মেসি বলটি দেন জুলিয়ন আলভারেজকে। মেসির পাসে বল প্রতিপক্ষের জালে ভরে দেন আলভারেজ। সেরার মধ্যে অন্যতম সেরা গোল এটি। ছবি: টুইটার

5 / 5
গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৫ মিনিটের মাথায় টিমোথি উইয়ার গোলটি দুর্দান্ত ছিল। দেশের জার্সিতে প্রথম বিশ্বকাপের মাঠে গোল করেল প্রাক্তন ফুটবলার জর্জ উইয়ার পুত্র টিমোথি উইয়া। ছবি: টুইটার

গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৫ মিনিটের মাথায় টিমোথি উইয়ার গোলটি দুর্দান্ত ছিল। দেশের জার্সিতে প্রথম বিশ্বকাপের মাঠে গোল করেল প্রাক্তন ফুটবলার জর্জ উইয়ার পুত্র টিমোথি উইয়া। ছবি: টুইটার