Good Looking Tennis Stars: উইম্বলডনের সবুজ ঘাসে দ্যুতি ছড়াবেন যাঁরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 27, 2022 | 8:00 AM

রাত পোহালেই অল ইংল্যান্ড ক্লাবের সবুজ ঘাসের কোর্টে শুরু হয়ে যাবে উইলম্বডনের খেতাবি লড়াই। নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল, ইগা স্বিয়াতেক, সেরেনা উইলিয়ামসের তো চেনেন। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব কয়েকজন ব্রিটিশ সুন্দরীর সঙ্গে। যাঁরা ফ্যাশন সেন্স ও টেনিস কোর্ট, দুই ক্ষেত্রেই সমান পারদর্শী।

1 / 7
কেটি বোল্টার: লেস্টার-জাত কেটির বয়স এথন ২৫। বর্তমান ব়্যাঙ্কিং ১২৭। বার্মিংহামে ওয়ার্ম আপ ম্যাচে সম্প্রতি চেক টেনিস তারকা ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে অবাক করে দেন। উইম্বলডনের কোর্টে নামতে মুখিয়ে কেটি। (ছবি:টুইটার)

কেটি বোল্টার: লেস্টার-জাত কেটির বয়স এথন ২৫। বর্তমান ব়্যাঙ্কিং ১২৭। বার্মিংহামে ওয়ার্ম আপ ম্যাচে সম্প্রতি চেক টেনিস তারকা ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে অবাক করে দেন। উইম্বলডনের কোর্টে নামতে মুখিয়ে কেটি। (ছবি:টুইটার)

2 / 7
একসময় কেটি বোল্টার ছিলেন বিশ্ব বিখ্যাত কয়েকটি ব্র্যান্ডের মুখ। ভোগ ম্যাগাজিনের পাতাতেও দেখা গিয়েছে এই সুন্দরীকে। ছবিই তার প্রমাণ। (ছবি:টুইটার)

একসময় কেটি বোল্টার ছিলেন বিশ্ব বিখ্যাত কয়েকটি ব্র্যান্ডের মুখ। ভোগ ম্যাগাজিনের পাতাতেও দেখা গিয়েছে এই সুন্দরীকে। ছবিই তার প্রমাণ। (ছবি:টুইটার)

3 / 7
হেদার ওয়াটসন: অতীতে বিশ্ব টেনিস ব়্যাঙ্কিংয়ে প্রথম চল্লিশের মধ্যে ছিলেন হেদার। ৩০ বছরের হেদারের বর্তমানে ব়্যাঙ্কিং ১২৭ নম্বর। (ছবি:টুইটার)

হেদার ওয়াটসন: অতীতে বিশ্ব টেনিস ব়্যাঙ্কিংয়ে প্রথম চল্লিশের মধ্যে ছিলেন হেদার। ৩০ বছরের হেদারের বর্তমানে ব়্যাঙ্কিং ১২৭ নম্বর। (ছবি:টুইটার)

4 / 7
ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটকে বন্ধুদের নিয়ে নাচের ভিডিয়ো আপলোড করেন। হেদার বলেছেন, 'উইম্বলডন জয়ের স্বপ্ন নিয়েই আমি বাঁচি'।(ছবি:টুইটার)

ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটকে বন্ধুদের নিয়ে নাচের ভিডিয়ো আপলোড করেন। হেদার বলেছেন, 'উইম্বলডন জয়ের স্বপ্ন নিয়েই আমি বাঁচি'।(ছবি:টুইটার)

5 / 7
হ্যারিয়েট ডার্ট: সেন্টার কোর্টে অতীতেও খেলেছেন ডার্ট। ২৫ বছরের এই ব্রিটিশ টেনিস তারকার ফ্যাশন, খাওয়া দাওয়া আর গৃহসজ্জার প্রতি ঝোঁক রয়েছে। (ছবি:টুইটার)

হ্যারিয়েট ডার্ট: সেন্টার কোর্টে অতীতেও খেলেছেন ডার্ট। ২৫ বছরের এই ব্রিটিশ টেনিস তারকার ফ্যাশন, খাওয়া দাওয়া আর গৃহসজ্জার প্রতি ঝোঁক রয়েছে। (ছবি:টুইটার)

6 / 7
কেটি সোয়ান: অ্যান্ডি মারে তাঁর মেন্টর। বিশ্ব ক্রমতালিকার ২২৩ নম্বরে থাকা কেটি সোয়ান ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে এবারের উইম্বলডনে খেলবেন। (ছবি:টুইটার)

কেটি সোয়ান: অ্যান্ডি মারে তাঁর মেন্টর। বিশ্ব ক্রমতালিকার ২২৩ নম্বরে থাকা কেটি সোয়ান ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে এবারের উইম্বলডনে খেলবেন। (ছবি:টুইটার)

7 / 7
২৩ বছরের এই টেনিস তারকার শখের মধ্যে পড়ে পিয়ানো বাজানো। কেটি পশুপ্রেমী নামেও পরিচিত।(ছবি:টুইটার)

২৩ বছরের এই টেনিস তারকার শখের মধ্যে পড়ে পিয়ানো বাজানো। কেটি পশুপ্রেমী নামেও পরিচিত।(ছবি:টুইটার)

Next Photo Gallery