কেটি বোল্টার: লেস্টার-জাত কেটির বয়স এথন ২৫। বর্তমান ব়্যাঙ্কিং ১২৭। বার্মিংহামে ওয়ার্ম আপ ম্যাচে সম্প্রতি চেক টেনিস তারকা ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে অবাক করে দেন। উইম্বলডনের কোর্টে নামতে মুখিয়ে কেটি। (ছবি:টুইটার)
একসময় কেটি বোল্টার ছিলেন বিশ্ব বিখ্যাত কয়েকটি ব্র্যান্ডের মুখ। ভোগ ম্যাগাজিনের পাতাতেও দেখা গিয়েছে এই সুন্দরীকে। ছবিই তার প্রমাণ। (ছবি:টুইটার)
হেদার ওয়াটসন: অতীতে বিশ্ব টেনিস ব়্যাঙ্কিংয়ে প্রথম চল্লিশের মধ্যে ছিলেন হেদার। ৩০ বছরের হেদারের বর্তমানে ব়্যাঙ্কিং ১২৭ নম্বর। (ছবি:টুইটার)
ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটকে বন্ধুদের নিয়ে নাচের ভিডিয়ো আপলোড করেন। হেদার বলেছেন, 'উইম্বলডন জয়ের স্বপ্ন নিয়েই আমি বাঁচি'।(ছবি:টুইটার)
হ্যারিয়েট ডার্ট: সেন্টার কোর্টে অতীতেও খেলেছেন ডার্ট। ২৫ বছরের এই ব্রিটিশ টেনিস তারকার ফ্যাশন, খাওয়া দাওয়া আর গৃহসজ্জার প্রতি ঝোঁক রয়েছে। (ছবি:টুইটার)
কেটি সোয়ান: অ্যান্ডি মারে তাঁর মেন্টর। বিশ্ব ক্রমতালিকার ২২৩ নম্বরে থাকা কেটি সোয়ান ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে এবারের উইম্বলডনে খেলবেন। (ছবি:টুইটার)
২৩ বছরের এই টেনিস তারকার শখের মধ্যে পড়ে পিয়ানো বাজানো। কেটি পশুপ্রেমী নামেও পরিচিত।(ছবি:টুইটার)