TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Oct 12, 2021 | 4:36 PM
তবে অফিসের কাজে কিংবা একদিনের ট্রিপে গোয়ায় গেলে কোথায় কোথায় যাবেন, তার একটি প্ল্যান রয়েছে আমাদের কাছে। মাত্র একদিনেই গোয়ার আসল স্বাদ পেতে কোথায় যাবেন তার তালিকা দেওয়া রইল এখানে...
ছোরলা ঘাট- মহারাষ্ট্র-কর্ণাটক-গোয়া বর্ডারের কাছে পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ। সবুজ প্রকৃতির মাঝে গোয়াকে খুঁজে পেতে এখানে খুব সহজেই পৌঁছে যেতে পারেন।
দুধসাগর জলপ্রপাত- ভারতের অন্যতম সেরা ও সবচেয়ে সুন্দর জলপ্রপাত এটি। মান্ডোভি নদীর প্রায় ২০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই জলপ্রপাতটি সব পর্যটকদের কাছেই আকর্ষণের।
ডান্ডেলি- সবুজে ঘেরা বন্য এলাকা, শান্ত ও নিরিবিলি গোয়ার প্রকৃতিতে মুদ্ধ করবে এই অফবিট জায়গা। ওয়াটার রাফ্টিং, সাফারি ট্রিপ, র্যাপ্পেলিং, মাউন্টেন বাইকিং, ট্রেকিংয়ের দারুণ সুযোগ রয়েছে এখানে।
ভেনগুরলা- মহারাষ্ট্রের সিন্ধুডর্গ জেলার অন্যতম সমুদ্র সৈকত এটি। ভেনুগুরলা পাহাড়, মন্দির, কাজুবাদামের বাগাম, আমের বাগান এখানে প্রসিদ্ধ। দশঅবতারের মতো লোকশিল্পও এখানকার বিখ্যাত।
কারওয়ার- কালী নদী ও আরব সাগরের মিলনস্থলে একটি ছোট্ট শহর।অসাধারণ সমুদ্র সৈকতের কলার ভেলায় বোট রাইডিং, ডলফিন স্পোটিং, স্নোর্কেলিং, কায়াকিংয়ের সুযোগ রয়েছে।