Winter destination for Couples: সঙ্গীনীর সঙ্গে তুষারপাতের সাক্ষী হতে চান এই শীতে? রইল ভারতের ৫টি রোম্যান্টিক জায়গার খোঁজ

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 21, 2021 | 4:26 PM

দুজনেই ব্যস্ত জীবনযাত্রা থেকে সময় বার করেছেন পাহাড়ে নিশ্চুপে কিছুটা সময় একান্তে কাটানোর জন্য। বহুদিনের স্বপ্ন একসঙ্গে তুষারপাত দেখবেন হিমালয়ে কোলে। এবার এই স্বপ্ন‌ সত্যি করতে পারেন, কারণ আমরা আপনার জন্য নিয়ে এসেছি এমন ৫টি জায়গার খোঁজ যেখানে আপনি সাক্ষী হতে পারবেন তুষারপাতের। তার সঙ্গে শান্তিতে সময় কাটাতে পারবেন একে অপরের সঙ্গে।

1 / 5
গুলমার্গ: জম্মু ও কাশ্মীরের অন্তর্গত গুলমার্গ। পশ্চিম হিমালয়ের পিরপাঞ্জলে অবস্থিত এই ভ্যালি। সারা শীত বরফের চাদরে ঢেকে থাকে এই অঞ্চল। কখনও কখনও তাপমাত্রা নেমে যায় -৮ ডিগ্রিতে। প্রিয় মানুষটির সঙ্গে তুষারপাতের সাক্ষী হতে চাইলে ঘুরে আসুন গুলমার্গ থেকে। ছবি সৌজন্যে- GettyImages

গুলমার্গ: জম্মু ও কাশ্মীরের অন্তর্গত গুলমার্গ। পশ্চিম হিমালয়ের পিরপাঞ্জলে অবস্থিত এই ভ্যালি। সারা শীত বরফের চাদরে ঢেকে থাকে এই অঞ্চল। কখনও কখনও তাপমাত্রা নেমে যায় -৮ ডিগ্রিতে। প্রিয় মানুষটির সঙ্গে তুষারপাতের সাক্ষী হতে চাইলে ঘুরে আসুন গুলমার্গ থেকে। ছবি সৌজন্যে- GettyImages

2 / 5
মানালি: শীতে যদি সবচেয়ে জনপ্রিয় ভ্রমণস্থানের তালিকা খোঁজা হয় সেখানে সবার ওপরে মানালির নাম থাকতে বাধ্য। শীতে এই শহরও ঢেকে যায় বরফে। এমনকি গত সপ্তাহতেই তুষারপাতে সাক্ষী হয়েছে মানালি। খুশি পর্যটকদের শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। আপনিও চাইলে পার্টনারকে নিয়ে পৌঁছে যেতে পারেন হিমাচলের এই শহরে। ছবি সৌজন্যে- GettyImages

মানালি: শীতে যদি সবচেয়ে জনপ্রিয় ভ্রমণস্থানের তালিকা খোঁজা হয় সেখানে সবার ওপরে মানালির নাম থাকতে বাধ্য। শীতে এই শহরও ঢেকে যায় বরফে। এমনকি গত সপ্তাহতেই তুষারপাতে সাক্ষী হয়েছে মানালি। খুশি পর্যটকদের শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। আপনিও চাইলে পার্টনারকে নিয়ে পৌঁছে যেতে পারেন হিমাচলের এই শহরে। ছবি সৌজন্যে- GettyImages

3 / 5
ইয়ামথাং: অফিস থেকে বেশি দিনের ছুটি ম্যানেজ করতে পারেননি? কিন্তু সঙ্গীনীকে নিয়ে বরফের দেশে যাওয়ার প্রবল ইচ্ছা? ঘুরে আসুন বাড়ির কাছে সিকিম থেকে। সিকিমের ইয়ামথাং গেলেই আপনি হাতের মুঠোয় পেয়ে যাবে বরফ। মাত্র ৩-৪ দিনেই ঘুরে আসতে পারবেন এখান থেকে। ছবি সৌজন্যে- GettyImages

ইয়ামথাং: অফিস থেকে বেশি দিনের ছুটি ম্যানেজ করতে পারেননি? কিন্তু সঙ্গীনীকে নিয়ে বরফের দেশে যাওয়ার প্রবল ইচ্ছা? ঘুরে আসুন বাড়ির কাছে সিকিম থেকে। সিকিমের ইয়ামথাং গেলেই আপনি হাতের মুঠোয় পেয়ে যাবে বরফ। মাত্র ৩-৪ দিনেই ঘুরে আসতে পারবেন এখান থেকে। ছবি সৌজন্যে- GettyImages

4 / 5
তাওয়াং: যদি উত্তর ভারত ইতিমধ্যেই ঘুরে থাকেন তাহলে আপনার জন্য অরুণাচলের ঠিকানা এনেছি আমরা। অরুণাচলের তাওয়াংয়েও আপনি তুষারপাতের সাক্ষী হতে পারবেন। তাওয়াং শীতের সময় ঢেকে যায় বরফে। আপনি চাইলে এখানেও ছুটি কাটাতে যেতে পারেন সঙ্গীনীকে নিয়ে। ছবি সৌজন্যে- GettyImages

তাওয়াং: যদি উত্তর ভারত ইতিমধ্যেই ঘুরে থাকেন তাহলে আপনার জন্য অরুণাচলের ঠিকানা এনেছি আমরা। অরুণাচলের তাওয়াংয়েও আপনি তুষারপাতের সাক্ষী হতে পারবেন। তাওয়াং শীতের সময় ঢেকে যায় বরফে। আপনি চাইলে এখানেও ছুটি কাটাতে যেতে পারেন সঙ্গীনীকে নিয়ে। ছবি সৌজন্যে- GettyImages

5 / 5
আউলি: রোম্যান্টিক জায়গায় তুষারপাতের সাক্ষী হতে চান আর এই তালিকায় উত্তরাখণ্ড থাকবে না তা কখনও হয়? উত্তরাখণ্ডের অনেক জায়গাই শীতে তুষারাবৃত থাকে। কিন্তু সঙ্গীনীকে নিয়ে একান্তে পাহাড়ের কোলে ডুব দিতে চাইলে ছুটি কাটিয়ে আসুন আউলি থেকে। ছবি সৌজন্যে- GettyImages

আউলি: রোম্যান্টিক জায়গায় তুষারপাতের সাক্ষী হতে চান আর এই তালিকায় উত্তরাখণ্ড থাকবে না তা কখনও হয়? উত্তরাখণ্ডের অনেক জায়গাই শীতে তুষারাবৃত থাকে। কিন্তু সঙ্গীনীকে নিয়ে একান্তে পাহাড়ের কোলে ডুব দিতে চাইলে ছুটি কাটিয়ে আসুন আউলি থেকে। ছবি সৌজন্যে- GettyImages

Next Photo Gallery