
গুলমার্গ: জম্মু ও কাশ্মীরের অন্তর্গত গুলমার্গ। পশ্চিম হিমালয়ের পিরপাঞ্জলে অবস্থিত এই ভ্যালি। সারা শীত বরফের চাদরে ঢেকে থাকে এই অঞ্চল। কখনও কখনও তাপমাত্রা নেমে যায় -৮ ডিগ্রিতে। প্রিয় মানুষটির সঙ্গে তুষারপাতের সাক্ষী হতে চাইলে ঘুরে আসুন গুলমার্গ থেকে। ছবি সৌজন্যে- GettyImages

মানালি: শীতে যদি সবচেয়ে জনপ্রিয় ভ্রমণস্থানের তালিকা খোঁজা হয় সেখানে সবার ওপরে মানালির নাম থাকতে বাধ্য। শীতে এই শহরও ঢেকে যায় বরফে। এমনকি গত সপ্তাহতেই তুষারপাতে সাক্ষী হয়েছে মানালি। খুশি পর্যটকদের শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। আপনিও চাইলে পার্টনারকে নিয়ে পৌঁছে যেতে পারেন হিমাচলের এই শহরে। ছবি সৌজন্যে- GettyImages

ইয়ামথাং: অফিস থেকে বেশি দিনের ছুটি ম্যানেজ করতে পারেননি? কিন্তু সঙ্গীনীকে নিয়ে বরফের দেশে যাওয়ার প্রবল ইচ্ছা? ঘুরে আসুন বাড়ির কাছে সিকিম থেকে। সিকিমের ইয়ামথাং গেলেই আপনি হাতের মুঠোয় পেয়ে যাবে বরফ। মাত্র ৩-৪ দিনেই ঘুরে আসতে পারবেন এখান থেকে। ছবি সৌজন্যে- GettyImages

তাওয়াং: যদি উত্তর ভারত ইতিমধ্যেই ঘুরে থাকেন তাহলে আপনার জন্য অরুণাচলের ঠিকানা এনেছি আমরা। অরুণাচলের তাওয়াংয়েও আপনি তুষারপাতের সাক্ষী হতে পারবেন। তাওয়াং শীতের সময় ঢেকে যায় বরফে। আপনি চাইলে এখানেও ছুটি কাটাতে যেতে পারেন সঙ্গীনীকে নিয়ে। ছবি সৌজন্যে- GettyImages

আউলি: রোম্যান্টিক জায়গায় তুষারপাতের সাক্ষী হতে চান আর এই তালিকায় উত্তরাখণ্ড থাকবে না তা কখনও হয়? উত্তরাখণ্ডের অনেক জায়গাই শীতে তুষারাবৃত থাকে। কিন্তু সঙ্গীনীকে নিয়ে একান্তে পাহাড়ের কোলে ডুব দিতে চাইলে ছুটি কাটিয়ে আসুন আউলি থেকে। ছবি সৌজন্যে- GettyImages