TV9 Bangla Digital | Edited By: utsha hazra
Oct 22, 2021 | 9:13 PM
শীতের আমেজ এল বলে। মন বলছে ঘুরতে গেলে মন্দ হতো না। এই শীতে ঘুরে আসতেই পারেন। রইল তেমনিই কিছু তালিকা।
শ্রীনগরকে এমনিতেই বলা হয় ভারতের ভূ-স্বর্গ। ডাল লেক থেকে বাগান সবই যেন দেখতে লাগে স্বপ্নের মতো। এই শীতে শ্রীনগরের প্ল্যান করতেই পারেন।
আগ্রা এমন একটি জায়গা। যেখানে সারা বছরই ঘুরতে যেতে পারেন। কিন্তু শীতে ঘুরে পাওয়া যায় একটু বেশিই আনন্দ। তাজমহলের সামনে সূর্যাস্ত দেখতে মন্দ লাগে না।
শীতের আমেজে জয়পুর। বড় মন্দির থেকে প্যালেস। দেখতে লাগে একদমই অন্য়রকম।
হিমাচলের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই পর্যটকদের আকর্ষণের কারণ। আর শীতে ধর্মশালা হয়ে ওঠে আরও সুন্দর ও মনোরম
নতুন বিবাহিত দম্পতি থেকে যে কোনও পরিবার জয়সালমীর ভ্রমণ পিপাসুদের জন্যই ভাল লাগার। আর ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে এখানে।