BRAZIL FAN: গ্যালারিতে ব্রাজিল ফ্যানের রূপচর্চায় ফোনই আয়না…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 12, 2022 | 8:00 AM

কাতার বিশ্বকাপে অনেক স্বপ্ন নিয়ে পা রেখেছিল ব্রাজিল। যদিও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সমর্থকদের হতাশার মাঝে কিছু স্মৃতিও রয়েছে। প্রথম ম্যাচে রিচার্লিসনের গোল কিংবা তিতে সহ বাকিদের নাচ। গ্যালারিতেও নানা মুহূর্ত ধরা পড়েছিল। সেরা মুহূর্ত বোধ হয় এটাই। মেক আপ নষ্ট হয়ে গিয়েছিল ব্রাজিলের এক সমর্থকের। সঙ্গে নেই আয়না। তাতে কি! ফোন তো রয়েছে, তাতে ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। ফোনকে আয়না হিসেবে ব্য়বহার করেই রূপচর্চায় মেতে উঠলেন ব্রাজিলের এক সমর্থক। ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সাড়া ফেলে দিয়েছে। অনেকেই বলছেন, এ বারের বিশ্বকাপে এটাই সেরা মুহূর্ত!

1 / 5
কাতার বিশ্বকাপে অনেক স্বপ্ন নিয়ে পা রেখেছিল ব্রাজিল। যদিও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সমর্থকদের হতাশার মাঝে কিছু স্মৃতিও রয়েছে। (ছবি : স্ক্রিনগ্র্যাব)

কাতার বিশ্বকাপে অনেক স্বপ্ন নিয়ে পা রেখেছিল ব্রাজিল। যদিও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সমর্থকদের হতাশার মাঝে কিছু স্মৃতিও রয়েছে। (ছবি : স্ক্রিনগ্র্যাব)

2 / 5
প্রথম ম্যাচে রিচার্লিসনের গোল কিংবা তিতে সহ বাকিদের নাচ। গ্যালারিতেও নানা মুহূর্ত ধরা পড়েছিল। সেরা মুহূর্ত বোধ হয় এটাই। মেক আপ নষ্ট হয়ে গিয়েছিল ব্রাজিলের এক সমর্থকের। (ছবি : স্ক্রিনগ্র্যাব)

প্রথম ম্যাচে রিচার্লিসনের গোল কিংবা তিতে সহ বাকিদের নাচ। গ্যালারিতেও নানা মুহূর্ত ধরা পড়েছিল। সেরা মুহূর্ত বোধ হয় এটাই। মেক আপ নষ্ট হয়ে গিয়েছিল ব্রাজিলের এক সমর্থকের। (ছবি : স্ক্রিনগ্র্যাব)

3 / 5
সঙ্গে নেই আয়না। তাতে কী! ফোন তো রয়েছে, তাতে ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। ফোনকে আয়না হিসেবে ব্য়বহার করেই রূপচর্চায় মেতে উঠলেন ব্রাজিলের এক সমর্থক। ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সাড়া ফেলে দিয়েছে। অনেকেই বলছেন, এ বারের বিশ্বকাপে এটাই সেরা মুহূর্ত!(ছবি : স্ক্রিনগ্র্যাব)

সঙ্গে নেই আয়না। তাতে কী! ফোন তো রয়েছে, তাতে ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। ফোনকে আয়না হিসেবে ব্য়বহার করেই রূপচর্চায় মেতে উঠলেন ব্রাজিলের এক সমর্থক। ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সাড়া ফেলে দিয়েছে। অনেকেই বলছেন, এ বারের বিশ্বকাপে এটাই সেরা মুহূর্ত!(ছবি : স্ক্রিনগ্র্যাব)

4 / 5
চোখের মেক-আপে ব্যস্ত ব্রাজিলের এক সমর্থক। সঙ্গী অস্থায়ী আয়না হিসেবে ধরে রেখেছেন মোবাইল। যা দেখে নানা মন্তব্য ভেসে এসেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, এটা যে কোনও বয়ফ্রেন্ডের দায়িত্ব। তাতে আবার রিপ্লাই এসেছে, 'দেখে মনে হচ্ছে, ছেলেটিকে এখনও ফ্রেন্ড-জোনেই রাখা হয়েছে।' (ছবি : স্ক্রিনগ্র্যাব)

চোখের মেক-আপে ব্যস্ত ব্রাজিলের এক সমর্থক। সঙ্গী অস্থায়ী আয়না হিসেবে ধরে রেখেছেন মোবাইল। যা দেখে নানা মন্তব্য ভেসে এসেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, এটা যে কোনও বয়ফ্রেন্ডের দায়িত্ব। তাতে আবার রিপ্লাই এসেছে, 'দেখে মনে হচ্ছে, ছেলেটিকে এখনও ফ্রেন্ড-জোনেই রাখা হয়েছে।' (ছবি : স্ক্রিনগ্র্যাব)

5 / 5
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের আগে ভাইরাল হয় এই ভিডিয়ো। সেখানে আরও মন্তব্য আসে, এ বারের বিশ্বকাপে সবচেয়ে সুন্দরী। যতটা খুশি মনে ছিলেন, সে ভাবে আর ফিরতে পারলেন কই! ক্রোয়েশিয়ার কাছে হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। গ্যালারিও জৌলুস হারিয়েছে অনেকটা। (ছবি : স্ক্রিনগ্র্যাব)

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের আগে ভাইরাল হয় এই ভিডিয়ো। সেখানে আরও মন্তব্য আসে, এ বারের বিশ্বকাপে সবচেয়ে সুন্দরী। যতটা খুশি মনে ছিলেন, সে ভাবে আর ফিরতে পারলেন কই! ক্রোয়েশিয়ার কাছে হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। গ্যালারিও জৌলুস হারিয়েছে অনেকটা। (ছবি : স্ক্রিনগ্র্যাব)

Next Photo Gallery