
কেরালা গেলে আপনাকে অবশ্যই চড়তে হবে হাউজবোটে। কেরালার হাউজবোট ক্রুজে ভ্রমণের মাধ্যমে আপনি কেরালার গ্রাম্য পরিবেশ, নদীর সৌন্দর্য এবং জনপ্রিয় ব্যাকওয়াটার গুলি অন্বেষণ করতে পারবেন।

কেরালায় থাকাকালীন, আপনাকে অবশ্যই যেতে হবে মুন্নারে। এখানে রয়েছে চা ও মশলার বাগান। মুন্নারের চা যেমন সুস্বাদু, তেমনই এই চা বাগানের সৌন্দর্যও মনোরম। এখানে একাধিক টি প্ল্যান্টেশন মিউজিয়ামও রয়েছে, সুতরাং কীভাবে চা উৎপন্ন থেকে তৈরি হয় সেটাও দেখতে পাবেন।

কেরালা মশলার জন্য জগৎ বিখ্যাত। এক সময় এই মশলার জন্য পর্তুগিজরা এখানে এসেছিল। আর আপনি যদি সেই মশলার বাগান মিস করে যান তাহলে লস হবে আপনারই।

আপনি যদি খাদ্যরসিক হন, তাহলেও কেরালা আপনাকে একদমই হতাশ করবে না। ভেষজ উপাদান দিয়ে তৈরি কেরালার সুস্বাদু থালি। এছাড়াও যাঁরা সিফুড খেতে ভালবাসেন, তাঁদের জন্যও রয়েছে একাধিক বিকল্প।

পশ্চিমঘাট পর্বতমালা ভারতের একটি বড় অংশ জুড়ে বিস্তৃত। তার মধ্যে বাদ নেই কেরালাও। আপনি যদি পশ্চিমঘাট পর্বতমালার মনোরম দৃশ্য উপভোগ করতে চান তাহলে অনাহাসে চলে যেতে পারেন কেরালার যে কোনও হিল স্টেশনে।

কথাকলি কেরালার একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় নৃত্য। কেরালায় আপনি কথাকলির প্রদর্শন উপভোগ করে পারেন। কথাকলি পরিবেশনের জন্য, শিল্পীরা ঐতিহ্যবাহী পোশাক পরেন এবং অনন্য মেকআপ করেন। আপনার কেরালা সফরে একটি চমৎকার সন্ধ্যা কাটানোর জন্য কথাকলি পারফর্মেন্স দেখাকে বেছে নিতে পারেন।

কেরালা "স্নেক বোট রেস" এর জন্য বিখ্যাত যা প্রতি বছর বর্ষা মৌসুমে আয়োজিত হয়। স্নেক বোট রেস দেখার সেরা সময় আগস্ট থেকে অক্টোবর। ওনামের উৎসবে, সমস্ত গ্রাম তাদের রঙিন নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এই দৃশ্য আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকতে পারে।