Lakshadweep: করোনার জেরে হানিমুনে যাননি এখনও! একসঙ্গে সময় কাটাতে ঘুরে আসুন লাক্ষাদ্বীপে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 07, 2021 | 6:37 PM

সবুজ প্রকৃতি ও নীল সমুদ্র যাঁদের পছন্দের, তাঁদের চোখে আরব সাগরের বুকে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ, লাক্ষাদ্বীপে একবার যাওয়ার স্বপ্ন দেখেন। ভারত মহাসাগর ও আরব সাগর জুড়ে প্রায় ৩৬টি দ্বীপ নিয়ে গঠিত এই লাক্ষাদ্বীপ যেতে বেশি কাঠখড় পোড়াতে হবে না।

1 / 8
অবিস্মরণীয় সমুদ্র সৈকতের স্বর্গ রাজ্যটি মুম্বই থেকে প্রায় ২০০০ কিমি দূরে অবস্থিত। হানিমুন ও দম্পতিদের জন্য মনোরম ও আদর্শ গন্তব্যস্থল এটি। প্রকৃতিপ্রেমী, শান্তিপ্রিয়দের জন্য এই সমুদ্র সৈকত স্বপ্নের ডেস্টিনেশন।

অবিস্মরণীয় সমুদ্র সৈকতের স্বর্গ রাজ্যটি মুম্বই থেকে প্রায় ২০০০ কিমি দূরে অবস্থিত। হানিমুন ও দম্পতিদের জন্য মনোরম ও আদর্শ গন্তব্যস্থল এটি। প্রকৃতিপ্রেমী, শান্তিপ্রিয়দের জন্য এই সমুদ্র সৈকত স্বপ্নের ডেস্টিনেশন।

2 / 8
বোটিং, ডাইভিং, পালতোলা , স্নরকেলিং, বিশ্বমানের ফিশিং  ও মজাদার সব রোমাঞ্চকর রাইড ছাড়াও সমুদ্র সৈকতের অবিরাম প্রশান্তি উপভোগ করতে পারবেন আপনি।

বোটিং, ডাইভিং, পালতোলা , স্নরকেলিং, বিশ্বমানের ফিশিং ও মজাদার সব রোমাঞ্চকর রাইড ছাড়াও সমুদ্র সৈকতের অবিরাম প্রশান্তি উপভোগ করতে পারবেন আপনি।

3 / 8
কদমত দ্বীপ- লাক্ষাদ্বীপের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট হটস্পট এটি। কোরাল আইল্যান্ড, সমুদ্র সৈকতে গা ভাসানো, স্থানীয়দের সঙ্গে সুন্দর সময় কাটানো, ডিপ-সি ডাইভিং- এ সবই করতে পারবেন আপনি।

কদমত দ্বীপ- লাক্ষাদ্বীপের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট হটস্পট এটি। কোরাল আইল্যান্ড, সমুদ্র সৈকতে গা ভাসানো, স্থানীয়দের সঙ্গে সুন্দর সময় কাটানো, ডিপ-সি ডাইভিং- এ সবই করতে পারবেন আপনি।

4 / 8
কাভারাত্তি আইল্যান্ড- সাদা বালির সৈকত আর নীল সমুদ্রের শান্ত ঢেউ, লাক্ষাদ্বীপের সেরা শীতকালীন গন্তব্যস্থল। সবুজে ঘেরা এই দ্বীপের প্রকৃতির টানেই বেশিরভাগে ট্যুরিস্টা এখানে ভিড় করেন।

কাভারাত্তি আইল্যান্ড- সাদা বালির সৈকত আর নীল সমুদ্রের শান্ত ঢেউ, লাক্ষাদ্বীপের সেরা শীতকালীন গন্তব্যস্থল। সবুজে ঘেরা এই দ্বীপের প্রকৃতির টানেই বেশিরভাগে ট্যুরিস্টা এখানে ভিড় করেন।

5 / 8
মেরিন মিউজিয়াম- লাক্ষাদ্বীপে গেলে অবশ্যই মেরিন মিউজিয়ামে যেতে হবে। জলজ প্রাণীদের আসাধারণ সব সংগ্রহ এখানে চাক্ষুস করতে পারবেন।  এখানে রয়েছে বিশালকৃতি হাঙরের একটি কঙ্কাল।

মেরিন মিউজিয়াম- লাক্ষাদ্বীপে গেলে অবশ্যই মেরিন মিউজিয়ামে যেতে হবে। জলজ প্রাণীদের আসাধারণ সব সংগ্রহ এখানে চাক্ষুস করতে পারবেন। এখানে রয়েছে বিশালকৃতি হাঙরের একটি কঙ্কাল।

6 / 8
থিন্নাকাড়া আইল্যান্ড- আগাত্তি আইল্যান্ড থেকে মাত্র ৪০ মিনিটের একটি ফেরি রাইড করে পৌঁছে যেতে পারবেন। রয়েছে দুরন্ত সব ওয়াটার স্পোর্টস ও অ্যাডভেঞ্চার।  রয়েছে প্রাইভেট আইল্যান্ড, রিসর্ট ও হোটেল।

থিন্নাকাড়া আইল্যান্ড- আগাত্তি আইল্যান্ড থেকে মাত্র ৪০ মিনিটের একটি ফেরি রাইড করে পৌঁছে যেতে পারবেন। রয়েছে দুরন্ত সব ওয়াটার স্পোর্টস ও অ্যাডভেঞ্চার। রয়েছে প্রাইভেট আইল্যান্ড, রিসর্ট ও হোটেল।

7 / 8
কালাপেনি আইল্যান্ড- কেরালা থেকে জনপ্রিয় জাহাজ ভ্রমণেই পৌঁছে যাওয়া যাবে। এখানে সবচেয়ে আকর্ষণীয় হল টাটকা টাটকা মাছ ধরা ও বিভিন্ন সামদ্রিক মাছ দেখা।

কালাপেনি আইল্যান্ড- কেরালা থেকে জনপ্রিয় জাহাজ ভ্রমণেই পৌঁছে যাওয়া যাবে। এখানে সবচেয়ে আকর্ষণীয় হল টাটকা টাটকা মাছ ধরা ও বিভিন্ন সামদ্রিক মাছ দেখা।

8 / 8
কিলতান আইল্যান্ড- ম্যাঙ্গালোরের সমুদ্রবন্দর থেকে লাক্ষাদ্বীপের এই অসাধারণ আইল্যান্ডে পৌঁছে যেতে পারবেন। ঔপনিবেসিক এই দ্বীপে আসার সেরা সময় হল শীতকাল।

কিলতান আইল্যান্ড- ম্যাঙ্গালোরের সমুদ্রবন্দর থেকে লাক্ষাদ্বীপের এই অসাধারণ আইল্যান্ডে পৌঁছে যেতে পারবেন। ঔপনিবেসিক এই দ্বীপে আসার সেরা সময় হল শীতকাল।

Next Photo Gallery