Photo Gallery: ‘হাওয়াই চটি, হাওয়াই চটি, দিল্লি যাবে হাওয়াই চটি…’, কালীঘাটে উড়ল সবুজ আবির, উঠল স্লোগান
TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার
Oct 03, 2021 | 9:26 PM
Bhabanipur By-Election Result: ভবানীপুর কেন্দ্র কার্যত একটি প্রেস্টিজ ফাইট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখতে হলে এই উপনির্বাচনে জিতে আসা ভীষণভাবে দরকার ছিল তৃণমূল নেত্রীর।
1 / 7
ভবানীপুরে জয়ের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পুরভোট হবে শিগগির
2 / 7
এই জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "কোনও ওয়ার্ডের মানুষ আমাদের হারাননি। ২০১৬ সালেও আমি একটি দু'টি ওয়ার্ডে ভোট কম পেয়েছিলাম। এবার একটি ওয়ার্ডেও ভোট কম পাইনি।" ছবি PTI
3 / 7
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, সকলে মিলে তাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন। তিনি বলেন, ভবানীপুর জায়গাটা ছোট হলেও বৃত্তটা অনেক বড়। ভবানীপুরের মানুষ রবিবার তা দেখিয়ে দিলেন। সারা বাংলা এদিন ভবানীপুরের দিকে তাকিয়ে ছিল। ছবি PTI
4 / 7
মমতার কথায়, নন্দীগ্রামে তাঁকে চক্রান্ত করে হারানো হয়েছিল। এদিন মানুষ সেই চক্রান্তেরই জবাব দিয়েছেন। এই ঋণ তাঁর থেকেই যাবে। এর বেশি এদিন নন্দীগ্রাম নিয়ে কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, আদালতে বিচারাধীন বিষয় এর বেশি কিছু বলবেন না। ছবি PTI
5 / 7
এ দিন গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকায় মানুষের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে কালীঘাটে। এক এক রাউন্ডের ফল সামনে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিন যত বাড়ছে, ততই কালীঘাটের পটুয়া পাড়ার আকাশে শুধু সবুজ আবিরের দেখা মিলেছে। ছবি PTI
6 / 7
সবুজ আবিরের সঙ্গে খেলা হবে স্লোগান। সেই খেলা হবের ডিজে মিক্সের তালেই তাল মিলিয়ে উচ্ছ্বসিত এক 'দিদি' ভক্তকে দেখা গিয়েছে মাথায় হাওয়াই চটি নিয়ে স্লোগান দিতে দিতে যাচ্ছেন, 'হাওয়াই চটি, হাওয়াই চটি, দিল্লি যাবে হাওয়াই চটি'। ছবি PTI
7 / 7
গোয়ায় নিজেদের সর্বশক্তি দিয়ে নামতে চাইছে তৃণমূল (ফাইল ছবি)