Bhanuka Rajapaksa: মন্ত্রীর অনুরোধে অবসর প্রত্যাহার, নিষেধাজ্ঞার পর প্রত্যাবর্তনেই চমক শ্রীলঙ্কার ‘রাজা’র

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 13, 2022 | 8:45 AM

এশিয়া কাপ ফাইনালে ৪৫ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলে পাকিস্তানের হাত থেকে ম্যাচের রাশ ছিনিয়ে নিয়েছিলেন ভানুকা রাজাপক্ষে। এই স্টাইলিশ বাঁ হাতি ব্যাটার কেরিয়ারে অনেক চড়াই উতরাই দেখেছেন।

1 / 6
এশিয়া কাপ ফাইনালে ৪৫ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলে পাকিস্তানের হাত থেকে ম্যাচের রাশ ছিনিয়ে নিয়েছিলেন ভানুকা রাজাপক্ষে। এই স্টাইলিশ বাঁ হাতি ব্যাটার কেরিয়ারে অনেক চড়াই উতরাই দেখেছেন। (ছবি: ইনস্টাগ্রাম)

এশিয়া কাপ ফাইনালে ৪৫ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলে পাকিস্তানের হাত থেকে ম্যাচের রাশ ছিনিয়ে নিয়েছিলেন ভানুকা রাজাপক্ষে। এই স্টাইলিশ বাঁ হাতি ব্যাটার কেরিয়ারে অনেক চড়াই উতরাই দেখেছেন। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 6
পুরো নাম প্রমোদ ভানুকা ভান্ডারা রাজাপক্ষে। কলম্বোতে জন্ম ভানুকা কলেজ জীবনে অলরাউন্ডার ছিলেন। ক্রিকেটের পাশাপাশি সুইমিং করতেন। স্কোয়াশও ভালো খেলতে পারেন। ২০১০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার সর্বাধিক রান সংগ্রহকারী। (ছবি: ইনস্টাগ্রাম)

পুরো নাম প্রমোদ ভানুকা ভান্ডারা রাজাপক্ষে। কলম্বোতে জন্ম ভানুকা কলেজ জীবনে অলরাউন্ডার ছিলেন। ক্রিকেটের পাশাপাশি সুইমিং করতেন। স্কোয়াশও ভালো খেলতে পারেন। ২০১০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার সর্বাধিক রান সংগ্রহকারী। (ছবি: ইনস্টাগ্রাম)

3 / 6
ভানুকার ব্যাটিং স্টাইল দেখে শ্রীলঙ্কাবাসী তাঁকে সনৎ জয়সূর্যর সঙ্গে তুলনা করেন। ২০০৯ সালে প্রথম শ্রেণির ম্যাচে ডেবিউয়ের পর জাতীয় দলে পা রাখতে পাক্কা ১০টি বছর অপেক্ষা করতে হয়। ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় ভানুকার। (ছবি: ইনস্টাগ্রাম)

ভানুকার ব্যাটিং স্টাইল দেখে শ্রীলঙ্কাবাসী তাঁকে সনৎ জয়সূর্যর সঙ্গে তুলনা করেন। ২০০৯ সালে প্রথম শ্রেণির ম্যাচে ডেবিউয়ের পর জাতীয় দলে পা রাখতে পাক্কা ১০টি বছর অপেক্ষা করতে হয়। ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় ভানুকার। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 6
২০২১ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের রোষে পড়েন ভানুকা। তিনটি ফরম্যাটে একবছরের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়েন। (ছবি: ইনস্টাগ্রাম)

২০২১ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের রোষে পড়েন ভানুকা। তিনটি ফরম্যাটে একবছরের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়েন। (ছবি: ইনস্টাগ্রাম)

5 / 6
চলতি বছরের ৫ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেন বাঁ হাতি ব্যাটার। শ্রীলঙ্কার তৎকালীন ক্রীড়ামন্ত্রী নমল রাজাপক্ষের অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন ভানুকা। ১০ দিনের মধ্যে অবসর প্রত্যাহার করে নেন। (ছবি: ইনস্টাগ্রাম)

চলতি বছরের ৫ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেন বাঁ হাতি ব্যাটার। শ্রীলঙ্কার তৎকালীন ক্রীড়ামন্ত্রী নমল রাজাপক্ষের অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন ভানুকা। ১০ দিনের মধ্যে অবসর প্রত্যাহার করে নেন। (ছবি: ইনস্টাগ্রাম)

6 / 6
২০২২ সালের আইপিএলে ভানুকাকে ৫০ লাখ টাকার বেস মূল্যে দলে নেয় পঞ্জাব কিংস। প্রীতি জিন্টার দলের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)

২০২২ সালের আইপিএলে ভানুকাকে ৫০ লাখ টাকার বেস মূল্যে দলে নেয় পঞ্জাব কিংস। প্রীতি জিন্টার দলের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)

Next Photo Gallery