
এতদিন সন্তানকে প্রকাশ্যে আনেননি তাঁরা, ছবি শেয়ার করলেও মুখ দেখাননি কখনওই। অবশেষে সন্তান জন্ম নেওয়ার তিন মাস পর ছেলে লক্ষ্যর ছবি সামনে আনলেন হর্ষ লিম্বাচিয়া ও ভারতী সিং।

একটি ভিডিয়ো শেয়ার করেছেন ভারতী। সেই ভিডিয়োতেই ছেলের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন ভক্তদের, একই সঙ্গে শেয়ার করেছেন বেশ কিছু গোপন কথাও।

ভারতী জানিয়েছেন, ছেলে হয়েছে ঠিক তাঁর মতো। তাঁর কথায়, "আমাদের ছেলে কী মিষ্টি দেখুন। এবার আপনারাই বলুন ছেলে কার মতো দেখতে।"

সেলেব কাপলের ছেলেকে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের ভক্তরা, কেউ বলছেন ছেলে দেখতে বাবার মতো আবার কেউ বা মায়ের সঙ্গেই খুঁজে পেয়েছেন মিল।

গত এপ্রিল মাসে মা হন ভারতী। মা হওয়ার আগে বেশ কিছুটা ওজোন কমিয়েছিলেন তিনি। বেশ কিছু সময় ধরেই মা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, জানিয়েছিলেন সাক্ষাৎকারে।

তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থামাননি ভারতী। এমনকি সন্তান জন্ম দেওয়ার আগেও চালিয়েছেন শুটিং। সন্তান জন্মের ৯ দিন পর যোগ দিয়েছিলেন কাজে। সে জন্য ট্রোল্ডও হয়েছিলেন। তবে পাশে ছিলেন হর্ষ। তাঁদের সুখী পরিবারের ছবি দেখে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।