Bhavani Devi: কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ফের সোনা ভবানী দেবীর

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 11, 2022 | 8:45 AM

ফেন্সিংয়ে ভারতের হয়ে ইতিহাস গড়েছিলেন ভবানী দেবী। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক ফেন্সিংয়ে যোগ্যতা অর্জন করেছিলেন। টোকিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন। সিনিয়র স্তরে কেরিয়ারের দ্বিতীয় সোনার পদক জিতলেন।

1 / 5
ক্যানবেরায় ২০১৮ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছিলেন ভারতীয় ফেন্সার। সিনিয়র স্তরে সেটাই প্রথম সোনার পদক ছিল তাঁর। (ছবি : টুইটার)

ক্যানবেরায় ২০১৮ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছিলেন ভারতীয় ফেন্সার। সিনিয়র স্তরে সেটাই প্রথম সোনার পদক ছিল তাঁর। (ছবি : টুইটার)

2 / 5
লন্ডনে এবারের কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ফের সোনা জিতলেন ভবানী দেবী। খেতাব ধরে রাখলেন। (ছবি : টুইটার)

লন্ডনে এবারের কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ফের সোনা জিতলেন ভবানী দেবী। খেতাব ধরে রাখলেন। (ছবি : টুইটার)

3 / 5
বিশ্ব ক্রমতালিকায় ৪২ তম স্থানে রয়েছেন ভবানী দেবী। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই অস্ট্রেলিয়ার ভেরোনিকা বাসিলেভাকে ১৫-১০ ব্যবধানে হারান ভবানী দেবী। (ছবি : টুইটার)

বিশ্ব ক্রমতালিকায় ৪২ তম স্থানে রয়েছেন ভবানী দেবী। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই অস্ট্রেলিয়ার ভেরোনিকা বাসিলেভাকে ১৫-১০ ব্যবধানে হারান ভবানী দেবী। (ছবি : টুইটার)

4 / 5
 প্রথম ভারতীয় ফেন্সার হিসেবে অলিম্পিকে যোগ্যতা অর্জনের ইতিহাসের পর ক্রমশ এগিয়ে চলেছেন ভবানী দেবী। (ছবি : টুইটার)

প্রথম ভারতীয় ফেন্সার হিসেবে অলিম্পিকে যোগ্যতা অর্জনের ইতিহাসের পর ক্রমশ এগিয়ে চলেছেন ভবানী দেবী। (ছবি : টুইটার)

5 / 5
চলতি বছরে এটি ভবানী দেবীর দশম আন্তর্জাতিক টুর্নামেন্ট। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রেরণা জোগাবে ভবানী দেবীকে। (ছবি : টুইটার)

চলতি বছরে এটি ভবানী দেবীর দশম আন্তর্জাতিক টুর্নামেন্ট। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রেরণা জোগাবে ভবানী দেবীকে। (ছবি : টুইটার)

Next Photo Gallery