Bangla News Photo gallery Bigg Boss OTT 12 CONFIRMED CONTESTANTS LIST: Anusha Dandekar, Ridhima Pandit, Karan Nath, Divya Agarwal, Neha Bhasin And Others
VJ অনুষা থেকে দিব্যা– বিগবস ১৫-র সম্ভাব্য প্রতিযোগী কারা? থাকতে পারেন রিয়া চক্রবর্তীও!
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 02, 2021 | 9:26 AM
সূত্র বলছে, ভি...জে অনুষা থেকে রিদ্ধিমা পন্ডিত-- এ বারের বিগবসের উষ্ণতার পারদ চড়াতে নাকি দেখা যেতে পারে ছোট পর্দার জনপ্রিয় তারকাদের। থাকতে পারেন রিয়া চক্রবর্তীও। এক ঝলকে দেখে নিন সম্ভাব্য প্রতিযোগীর তালিকা।
1 / 8
বিগবসের ১৫ তম সিজনভ আসতে চলেছে। ইদে ঘোষণা করেছিলেন ভাইজান। তবে সলমন নয় ওটিটির বিগবস সঞ্চালনা করতে চলেছেন করণ জোহর। সিজন জুড়ে রয়েছে একগুচ্ছ চমক। সম্ভাব্য প্রতিযোগী কারা হতে পারে তা নিয়ে চলছে জল্পনা। সূত্র বলছে, ভি...জে অনুষা থেকে রিদ্ধিমা পন্ডিত-- এ বারের বিগবসের উষ্ণতার পারদ চড়াতে নাকি দেখা যেতে পারে ছোট পর্দার জনপ্রিয় তারকাদের। থাকতে পারেন রিয়া চক্রবর্তীও। এক ঝলকে দেখে নিন সম্ভাব্য প্রতিযোগীর তালিকা।
2 / 8
করণ কুন্দ্রার সঙ্গে সদ্য ব্রেকআপ হয়েছে। শোনা যাচ্ছে, বিগবসের এই সিজনে নাকি থাকতে পারেন তিনি।
3 / 8
ছোট পর্দার পরিচিত মুখ রিদ্ধিমা পণ্ডিত। খতড়ো কি খিলাড়িতে অংশ নিয়েছিলেন তিনি। থাকতে পারেন আর এক রিয়ালিটি শো বিগবসেও।
4 / 8
ইয়ে দিল আশিকানা খ্যাত করণ নাথকে দেখা যেতে পারে এই সিজনে।
5 / 8
বরুণ সুদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অনেকেই জানেন। তিনি দিব্যা আগরওয়াল। শোনা যাচ্ছে এই সিজনে নাকি থাকবেন দিব্যা।
6 / 8
প্রাক্তন বিগবস প্রতিযোগী পবিত্র পুনিয়ার প্রাক্তন প্রতীক শেহগাল। অনেক রিয়ালিটি শো'তে অংশ নিয়েছেন তিনি। দেখা যেতে পারে বিগবসের এই সিজনেও।
7 / 8
গায়িকা নেহা ভাসিন যে থাকছেন তা ইতিমধ্যেই বিগবসের তরফে ঘোষণা করা হয়েছে।
8 / 8
থাকতে পারেন রিয়া চক্রবর্তীও। রিয়া যদি বিগবস হাউজে প্রবেশ করে তবে দর্শকমহলে এর দ্বৈত প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুশান্ত কাণ্ডের পর বিগবসই হবে রিয়ার প্রথম কাজ। গত বছর ভারতের গুগুল সার্চে রিয়ার নাম ছিল দ্বিতীয় নম্বরে। তাঁকে নিয়ে কম আলোচনা হয়নি। বছর ঘুরতে চললেও সেই আলোচনার রেশ জারি। তাই রিয়া যদি বিগবসে ঢোকেন তবে তা হতে পারে ওই রিয়ালিটি শো’র তুরুপের তাস। হয় জনপ্রিয়তা পৌঁছে যাবে শিখরে, নয় কমতে শুরু করবে হুড়হুড় করে।