
ফের খবরের শিরোনামে নায়িকা উরফি জাভেদ। সম্প্রতি তিনি একের পর এক কারণে চর্চায় রয়েছেন। ‘বিগ বস ওটিটি’ খ্যাত উরফি জাভেদ হামেশাই চর্চায় থাকেন তাঁর বোল্ড স্টাইল স্টেটমেন্টের জন্য। খোলামেলা পোশাকে শরীর দেখিয়ে সমালোচনার মুখে পড়লেও উরফির তাতে বিশেষ যায় আসে না।

বুধবার রাতে মায়ানগরীর এক অ্যাওয়ার্ড সেরেমানিতে যোগ দিয়েছিলেন উরফি। সেখানে ফের এক চমকে দিল উরফির পোশাক। এদিন উরফির পরনে যে জ্যাকেটের মতো টপ ছিল তা সামনের দিক থেকে অনেকখানি খোলা, স্বভাবতই তাঁর বক্ষযুগল স্পষ্ট বেরিয়ে এসেছে।

ছবিতে উরফির এমন বোল্ড অবতার থেকে হাঁ নেটিজেনরা। কেউ কেউ বলছেন,, ‘এমন খোলা পোশাক কে পরে?’ কেউ আবার লিখেছেন, ‘এদের কোনও কাণ্ডজ্ঞান নেই! যা খুশি পরলেই হল’। দ্য মুম্বই অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের মঞ্চে গোলাপি রঙা গ্লিটারি থাই স্লিপ শর্ট স্কার্ট আর বুক খোলা টপে হাজির হয়েছিলেন উরফি।

ছবিতে উথলে উঠছে উরফির ভরা যৌবন। সমালোচনায় বিদ্ধ হলেও ট্রোলারদের পাত্তা দেন না উরফি। তাঁর এই এই বোল্ড অবতার যে নেটিজেনদের আর ফ্যাশন অনুরাগীদের দৃষ্টি কাড়িয়েছে সেই নিয়ে কোনও সন্দেহ নেই।

আজকাল তাঁকে সাহসী পোশাকে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। কয়েক দিন আগেই প্রায় শরীরের সবটুকু অংশ খোলা রেখে তিনি চলে গিয়েছিলেন শপিংমলে। সেখানে ওই পোশাকে উরফিকে দেখে হত বাক সকলেই। মোবাইল নিয়ে অনেকে ছবি তুলতে চলে আসেন। উরফি অবশ্য কাউকেই নিরাশ করেননি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

কারও কথায় যে উরফি নিজের স্টাইল স্টেটমেন্ট বদলাবেন না, সেটা সাম্প্রতিক বেশ স্পষ্ট হয়ে গেছে। যেখানে অনেকেই উরফির পোশাকে আপত্তিকর জায়গা খুঁজে পাচ্ছেন, কেউ কেউ আবার উরফির সাহসিকতার জন্য তাঁকে বেশ উৎসাহও দিচ্ছেন।