Bihu 2023: অসমে তিনটি বিহু , আজ কোন বিহু ধুমধাম করে পালিত হচ্ছে, জানেন?
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Apr 14, 2023 | 8:56 PM
Hindu Festival: হিন্দু ক্যালেন্ডার অনুসারে এইদিনটি প্রথম সৌর মাসও মনে করা হয়। বিহু সাধারণত একটি কৃষি ভিত্তিক উত্সব। তিন ধরনের বিহু পালিত হয়, তার মধ্যে বোহাগ বিহু হল অন্যতম।
1 / 9
বিহু হল অজমের একটি জাতীয় উত্সব। বোহাগ বিহু হল অসমীয়া নববর্ষ ও হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসের শেষ দিনে ধুমধাম করে পালিত হয়।
2 / 9
হিন্দু ক্যালেন্ডার অনুসারে এইদিনটি প্রথম সৌর মাসও মনে করা হয়। বিহু সাধারণত একটি কৃষি ভিত্তিক উত্সব। তিন ধরনের বিহু পালিত হয়, তার মধ্যে বোহাগ বিহু হল অন্যতম।
3 / 9
সাত দিন ধরে চলা বোহাগ বিহু এবছর ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত পালিত হয়। বোহাগ বিহু শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ফসল কাটার উৎসবও বটে।
4 / 9
বিহু বছরে তিনবার পালিত হয়। একবার জানুয়ারি মাসে,এপ্রিলে ও আরও একবার অক্টোবর মাসে। 'মাঘ বিহু' পালিত হয় জানুয়ারি মাসে, যা মাঘ নামেও পরিচিত। 'বোহাগ বিহু' এপ্রিল মাসে উদযাপিত হয়, যা বোহাগ বিহু বা বৈশাখ নামে পরিচিত। 'কাটি বিহু' পালিত হয় অক্টোবর মাসে। একে কাটি বা কার্তিকও বলা হয়। এসব উৎসবের প্রত্যেকটির নিজস্ব সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে। প্রতিটি উৎসবের গুরুত্ব কী, তা জেনে নিন...
5 / 9
বছরের প্রথম বিহু ও সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনপ্রিয় একটি উত্সব। বোহাগ বিহু বা রোঙ্গালি বিহু চৈত্র মাসের প্রথম দিনে উদযাপিত হয়। একে আবার অসমীয়া নববর্ষ হিসেবেও পরিচিত।
6 / 9
অসমীয়ারা এদিনটি উদ্দীপনার সঙ্গে উৎসব পালন করে থাকে। নতুন পোশাক পরে ও তাদের বাড়িতে নানা রকম সুস্বাদু ভোজ প্রস্তুত করে থাকেন। এদিন থেকে বপনের মরসুমের সূচনা করে।
7 / 9
বছরের দ্বিতীয় বিহু ও অক্টোবরের মাঝামাঝি পালিত হয়। বছরের এই সময়েই ধানের ফসল বৃদ্ধি পায় ও কৃষকদের শস্যভাণ্ডার ভরপুর থাকে। এই বিহুতে অসমীয়ারা ভাল ফসল কাটার জন্য প্রার্থনা করেন ও অন্যান্য ধর্মীয় রীতিনীতিও পালন করে।
8 / 9
'আকাশ বন্তি' নামে পরিচিত ধান ক্ষেতে কৃষকরাও প্রদীপ জ্বালায়। ধান ক্ষেতে পোকামাকড়কে আকৃষ্ট করতে সাহায্য করে এই প্রদীপ। তাতে ফসল নষ্ট থেকে রক্ষা করে সাহায্য করে।
9 / 9
বছরের তৃতীয় ও শেষ বিহু। জানুয়ারির মাঝামাঝি সময়ে পালিত হয়, যা মাঘ নামেও পরিচিত। ফসল কাটার ঋতুর সূচনা করে ও ভোগালী বিহু বলা হয়। ভোগালী নামটি এসেছে 'ভোগ' থেকে যার অর্থ হল ভোজ। এই সময় বিভিন্ন ধরণের মিষ্টি খাবার তৈরি করে। অন্যান্য বেশ কয়েকটি আচার পালন করে। সকলে আনন্দ করে বিহুর গানে গান গেয়ে গেয়ে নৃত্য প্রদর্শন করেন।