CWG 2022: রাত বাড়তেই, আরও একটা পদক, বিন্দিয়ারানির রুপো

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 31, 2022 | 9:30 AM

Commonwealth Games 2022: এক দিন, চার পদক। শুরুটা করেছিলেন সংকেত সারগর। দিনের শেষ পদক বিন্দিয়ারানি দেবীর রুপো। তার আগে গুরুরাজা পূজারী ব্রোঞ্জ পেয়েছেন। দিনের একমাত্র সোনার পদক জিতেছেন মীরাবাঈ চানু। ৫৫ কেজি বিভাগেও একটা সোনা আসতে পারত বিন্দিয়ারানির সৌজন্যে। মাত্র ১ কেজির ব্যবধানে রুপো বিন্দিয়ার।

1 / 5
বার্মিংহ্যাম গেমসে দেশের হয়ে চতুর্থ পদক জিতলেন বিন্দিয়ারানি দেবী। (ছবি : টুইটার)

বার্মিংহ্যাম গেমসে দেশের হয়ে চতুর্থ পদক জিতলেন বিন্দিয়ারানি দেবী। (ছবি : টুইটার)

2 / 5
মহিলাদের ৫৫ কেজির ফাইনালে স্ন্যাচ (৮৬) ও ক্লিন অ্যান্ড জার্ক (১১৬) মিলিয়ে বিন্দিয়া মোট তুললেন ২০২ কেজি।

মহিলাদের ৫৫ কেজির ফাইনালে স্ন্যাচ (৮৬) ও ক্লিন অ্যান্ড জার্ক (১১৬) মিলিয়ে বিন্দিয়া মোট তুললেন ২০২ কেজি।

3 / 5
বার্মিংহ্যামে পৌঁছনোর পর ফুরফুরে মেজাজের এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বিন্দিয়ারানি। (ছবি : ইনস্টাগ্রাম)

বার্মিংহ্যামে পৌঁছনোর পর ফুরফুরে মেজাজের এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বিন্দিয়ারানি। (ছবি : ইনস্টাগ্রাম)

4 / 5
বার্মিংহ্যাম গেমসের পরিকল্পনা এবং প্রস্তুতি শুরু হয়েছিল বহু আগেই। এনআইএস পাতিয়ালায় প্রস্তুতির ছবি বিন্দিয়ারানি দেবীর। (ছবি : ইনস্টাগ্রাম)

বার্মিংহ্যাম গেমসের পরিকল্পনা এবং প্রস্তুতি শুরু হয়েছিল বহু আগেই। এনআইএস পাতিয়ালায় প্রস্তুতির ছবি বিন্দিয়ারানি দেবীর। (ছবি : ইনস্টাগ্রাম)

5 / 5
 মীরাবাঈ চানু এবং বিন্দিয়ারানি দেবী দুজনই মণিপুরের। এক ফ্রেমে সোনা-রুপোর পদক জয়ী মীরাবাঈ-বিন্দিয়ারানি। মাস্কেও চিনতে অসুবিধা হয় না। (ছবি : ইনস্টাগ্রাম)

মীরাবাঈ চানু এবং বিন্দিয়ারানি দেবী দুজনই মণিপুরের। এক ফ্রেমে সোনা-রুপোর পদক জয়ী মীরাবাঈ-বিন্দিয়ারানি। মাস্কেও চিনতে অসুবিধা হয় না। (ছবি : ইনস্টাগ্রাম)

Next Photo Gallery