
বার্মিংহ্যাম গেমসে দেশের হয়ে চতুর্থ পদক জিতলেন বিন্দিয়ারানি দেবী। (ছবি : টুইটার)

মহিলাদের ৫৫ কেজির ফাইনালে স্ন্যাচ (৮৬) ও ক্লিন অ্যান্ড জার্ক (১১৬) মিলিয়ে বিন্দিয়া মোট তুললেন ২০২ কেজি।

বার্মিংহ্যামে পৌঁছনোর পর ফুরফুরে মেজাজের এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বিন্দিয়ারানি। (ছবি : ইনস্টাগ্রাম)

বার্মিংহ্যাম গেমসের পরিকল্পনা এবং প্রস্তুতি শুরু হয়েছিল বহু আগেই। এনআইএস পাতিয়ালায় প্রস্তুতির ছবি বিন্দিয়ারানি দেবীর। (ছবি : ইনস্টাগ্রাম)

মীরাবাঈ চানু এবং বিন্দিয়ারানি দেবী দুজনই মণিপুরের। এক ফ্রেমে সোনা-রুপোর পদক জয়ী মীরাবাঈ-বিন্দিয়ারানি। মাস্কেও চিনতে অসুবিধা হয় না। (ছবি : ইনস্টাগ্রাম)