Bipasha Basu and Karan Singh Grover: মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বিপাশা-করণ, নজরে দম্পতির ফ্যাশন

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 20, 2021 | 5:06 PM

Bipasha Basu and Karan Singh Grover: পোলকা ডটের বিকিনির সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন বিপাশা। কখনও বা কাফতানের সাজে সেজেছেন। ভ্যাকশন মুডেও চর্চায় বিপাশার ফ্যাশন সেন্স।

1 / 7
মালদ্বীপ ইদানিং বহু বলিউড তারকার পছন্দের হলিডে ডেস্টিনেশন। টলিউডের শিল্পীরাও মালদ্বীপ ভ্রমণে যাচ্ছেন। তবে সদ্য মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বিপাশা বসু এবং করণ গ্রোভার।

মালদ্বীপ ইদানিং বহু বলিউড তারকার পছন্দের হলিডে ডেস্টিনেশন। টলিউডের শিল্পীরাও মালদ্বীপ ভ্রমণে যাচ্ছেন। তবে সদ্য মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বিপাশা বসু এবং করণ গ্রোভার।

2 / 7
মুম্বইতেই দুর্গাপুজো কাটিয়েছেন বিপাশা। তারপর পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পাড়ি দিয়েছেন মালদ্বীপ।

মুম্বইতেই দুর্গাপুজো কাটিয়েছেন বিপাশা। তারপর পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পাড়ি দিয়েছেন মালদ্বীপ।

3 / 7
পোলকা ডটের বিকিনির সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন বিপাশা। কখনও বা কাফতানের সাজে সেজেছেন। ভ্যাকশন মুডেও চর্চায় বিপাশার ফ্যাশন সেন্স।

পোলকা ডটের বিকিনির সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন বিপাশা। কখনও বা কাফতানের সাজে সেজেছেন। ভ্যাকশন মুডেও চর্চায় বিপাশার ফ্যাশন সেন্স।

4 / 7
বিপাশার স্বামী করণও কম যান না। টোনড বডিতে সঙ্গ দিয়েছেন বিপাশাকে। দম্পতি নিজেদের বেড়ানোর মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

বিপাশার স্বামী করণও কম যান না। টোনড বডিতে সঙ্গ দিয়েছেন বিপাশাকে। দম্পতি নিজেদের বেড়ানোর মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

5 / 7
স্কুলে বিপাশাকে সকলে ‘লেডি গুন্ডা’ বলে ডাকত। বন্ধুদের বেশিরভাগ তাঁকে নাকি ভীষণ ভয় পেত। কারণ বিপাশার কমান্ডিং পার্সোনালিটি এবং ডার্ক টোন। তবে মাঝে মাঝে গায়ের রঙ এবং অতিরিক্ত ওজনের জন্য কম টিপ্পনি শুনতে হয়নি। তিনি এক সাক্ষাৎকারে জানান, ছোটবেলায় কেউ তাঁকে বলেনি যে তিনি সুন্দরী।

স্কুলে বিপাশাকে সকলে ‘লেডি গুন্ডা’ বলে ডাকত। বন্ধুদের বেশিরভাগ তাঁকে নাকি ভীষণ ভয় পেত। কারণ বিপাশার কমান্ডিং পার্সোনালিটি এবং ডার্ক টোন। তবে মাঝে মাঝে গায়ের রঙ এবং অতিরিক্ত ওজনের জন্য কম টিপ্পনি শুনতে হয়নি। তিনি এক সাক্ষাৎকারে জানান, ছোটবেলায় কেউ তাঁকে বলেনি যে তিনি সুন্দরী।

6 / 7
কলকাতার এক হোটেলে বিপাশার সঙ্গে পরিচয় হয় সুপারমডেল মেহের জেসিয়ার। মেহের তাঁকে মডেলিংকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দেন। ২০০১ সালে বলিউড ডেবিউ (অজনবি)। আর তারপর বিক্রম ভাটের ‘রাজ’ ছবির জন্য বিপাশা পেয়েছেন ফিল্মফেয়ার।

কলকাতার এক হোটেলে বিপাশার সঙ্গে পরিচয় হয় সুপারমডেল মেহের জেসিয়ার। মেহের তাঁকে মডেলিংকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দেন। ২০০১ সালে বলিউড ডেবিউ (অজনবি)। আর তারপর বিক্রম ভাটের ‘রাজ’ ছবির জন্য বিপাশা পেয়েছেন ফিল্মফেয়ার।

7 / 7
চিকিৎসক হতে চেয়েছিলেন বিপাশা। কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি অভিনেত্রী। পড়াশোনা না শেষ করার আক্ষেপ এখনও রয়েছে তাঁর মধ্যে।

চিকিৎসক হতে চেয়েছিলেন বিপাশা। কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি অভিনেত্রী। পড়াশোনা না শেষ করার আক্ষেপ এখনও রয়েছে তাঁর মধ্যে।

Next Photo Gallery
Champions League: সালাহর জোড়া গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে জয় লিভারপুলের
Rekha: রেখার মতোন উজ্জ্বল ও নিখুঁত ত্বক পেতে চান? কেমন ফেসপ্যাক ব্যবহার করেন, জানুন…