কেরিয়ারের শুরুতে বোল্ড-সেক্সি তকমা পেয়েছিলেন অভিনেত্রী বিপাশা বসু। বহুস্টারের কপালেই এই তকমা জুটেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের এমন প্রশংসা অভিশাপ হয়ে দাঁড়ায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা বসু তেমনটাই জানিয়েছিলেন। শুরুতে তিনি যখন এমন তকমা পান, তখনই অভিনেত্রী বিপাশা বসুর মৃত্যু ঘটে। কারণ পর্দায় তিনি যেমনই চরিত্রে অভিনয় করুন না কেন, সকলে সেক্সি বিপাশাকেই খুঁজতে থাকে।
এক্ষেত্রে বিষয়টা অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে যায়। ভারতের মতো দেশে সেক্সি তকমা পাওয়ার অর্থই হল দর্শক তাঁকে সেই নজরেই দেখতে শুরু করে দেয়। ফলে তা ভীষণ অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায়।
বিপাশা বসুও একটা সময় সেটাই অনুভব করতে থাকে। তাঁকে নির্দিষ্টি কিছু চরিত্রের জন্যই একপেশে পরিচালকেরা একটা সময় ভাবতেও শুরু করে দেন। তাতেও বাড়তে থাকে সমস্যা।
তবে এখন আর তিনি এসব নিয়ে খুব একটা ভাবেন না। কারণ একটাই, বর্তমানে তিনি অভ্যস্থ হয়ে গিয়েছেন এই তকমার সঙ্গে। এখন তিনি চান ১৮০ বছর পর্যন্ত সুন্দর থাকতে, সেক্সি থাকতে।