TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Sep 24, 2021 | 6:02 PM
বিপাশা বসু ত্বকের রং বেশ চাপা। তাই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার প্রথম দিন থেকেই নাকি তাঁকে বলে দেওয়া হয়েছিল, সব সময় ছাতা নিয়ে ঘুরতে হবে। কোনও ভাবেই যেন ট্যান না হয়ে যায়। কারণ তাঁর ত্বক ট্যানড ছিল।
ডেবিউ ছবি ‘আজনবি’র শুটিংয়ে অক্ষয় কুমার, ববি দেওল, করিনা কাপুর খান একটি গ্লাসে আইস টি রেখে তাঁকে নাকি হুইস্কি বলে খেতে বলেছিলেন। অথচ বিপাশা নাকি মদ্যপান করতেন না।
একটা সময় অভিনেতা ডিনো মরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিপাশার। সে সময় তিনি প্রকাশ্যে স্বীকার করতেন না। প্রাক্তন প্রেমিকদের মধ্যে একমাত্র ডিনোর সঙ্গেই নাকি আজও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বিপাশার।
শুটিং সেটে বিপাশার সঙ্গে তাঁর প্রেমিক দেখা করতে গেলে নাকি কড়া ভাবে পরিচালক বলে দিতেন, শুটিং সংক্রান্ত কোনও আলোচনা যাতে প্রেমিকের সঙ্গে তিনি না করেন। কারণ ছবি সংক্রান্ত কোনও বিষয় প্রকাশ হয়ে যাক, তা চাইতেন না নির্মাতারা।
বলিউডে তাঁকে নিয়ে যে সব গসিপ তৈরি হত, তার বেশিরভাগই নাকি ভুয়ো। কোনও কোনও অভিনেতা অভিনেত্রী নাকি নিজেকে নিয়ে গসিপ তৈরি করতে ভালবাসেন।
শুটিংয়ের পর আর ছবির সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে নাকি চাইতেন না বিপাশা। এতে নাকি ব্যক্তিগত এবং পেশাদার সম্পর্কে ব্যালেন্স ঠিক রাখা মুশকিল।
বলিউড ইন্ডাস্ট্রি তাঁকে অনেক দিয়েছে। তাই নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিপাশা। পাশাপাশি অন্য ধরনের কাজে তাঁকে সুযোগ দেওয়া হয় না বলে ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতির প্রতিও পরোক্ষ অঙ্গুলি নির্দেশ করেছেন।