
বিপাশা বসু। ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত 'বোল্ড অ্যান্ড বিউটিফুল' হিসেবে। এই বিপাশাই নাকি জড়িয়েছিলেন এমন এক বিতর্কে যে কারণে সমাজের চোখে নিন্দিত হয়েছিলেন এই বাঙালি কন্যে।

বেশ কিছু বছর আগের ঘটনা। সমাজবাদী পার্টির সে সময়কার প্রভাবশালী নেতা অমর সিংয়ের এক ফোনালাপ ফাঁস হয়ে গিয়েছিলেন। ফোনালাপ না বলে বোধহয় তাকে সেক্সচ্যাট আখ্যা দেওয়াই যায়।

এক লাস্যময়ী নারীকণ্ঠের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন ওই প্রৌঢ় রাজনীতিবিদ। প্রাথমিক কুশল বিনিময়ের পর আচমকাই শুরু হয় সেই ব্যক্তিগত কথোপকথন। পুরুষ কণ্ঠটি আচমকাই বলেন, 'আমি এখন বুড়ো হয়ে গিয়েছি।" অন্যদিকে মহিলা কণ্ঠটি হেসে বলে, 'মোটেও না, বয়স কি ম্যাটার করে'।

এত অবধি ঠিকই ছিল। তবে এর পরের উত্তরটা শুনেই ছিঃ ছিঃ করেছিলেন সকলেই। অমত সিং উত্তরে বলেছিলেন, "করে, তো, দুটি পায়ের মধ্যিখানে করে"।

তাঁর এই কথার মধ্যে যে লুকিয়ে যৌনতায় ভরা ইঙ্গিত, তা বুঝতে বাকি থাকেনি কারও। ওই চ্যাট ফাঁস হয়ে যাওয়ার পর রীতিমতো হইহই পড়ে গিয়েছিল।

আরও হইহই পড়ে যখন দেখা যায় ওই নারীকণ্ঠটি হুবহু বিপাশা বসুর মতো। অমর সিং মেনে নেন ফোনে ওই পুরুষ কন্ঠটি তাঁরই।

যদিও বিপাশা কিছুতেই মানতে চাননি। তিনি দাবি করেন, তাঁর গলা নকল করে বা বিকৃত করে কেউ এমন কাণ্ড ঘটিয়েছেন।

হয় বিস্তর জলঘোলা। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই বিতর্ক থিতু হয়ে যায়। তবে পুরোপুরি চাপা পড়েনি। আজও কমেন্ট বক্সে ওই সেক্স চ্যাট প্রসঙ্গ উঠলেই উঠে আসে বিপাশার নাম। কলঙ্কও আজও বয়ে বেড়াতে হয় তাঁকে।