Sourav Ganguly’s Birthday: দেখুন সৌরভের জন্মদিন পালনের কিছু ছবি…
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 08, 2021 | 3:28 PM
জীবনের ৪৮টা বসন্ত পেরিয়ে আজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৪৯-এ পা দিলেন। জন্মদিন (Birthday) নিয়ে তিনি সেরকম মাতামাতি না করলেও তাঁর অগণিত ভক্তরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। এবারও দূরদূরান্ত থেকে মহারাজের ভক্তরা সকাল সকাল তাঁর বাড়ির সামনে এসে হাজির হয়েছে। একঝলকে দেখে নিন সৌরভের জন্মদিন সেলিব্রেশনের মুহূর্তের কিছু ছবি...
Ad
1 / 5
দাদার জন্মদিনে সকাল সকাল দূরদূরান্ত থেকে তাঁর ভক্তরা হাজির।(নিজস্ব চিত্র)
2 / 5
কেউ উপহার হিসেবে এনেছেন নিজে হাতে আঁকা ছবি। কেউ আবার সারা শরীরে ভারতীয় পতকার রংয়ে নিজেকে রাঙিয়ে নিয়েছেন দাদার জন্মদিনে।(নিজস্ব চিত্র)
3 / 5
বেহালার নিজের অফিসে জন্মদিনের সেলিব্রেশনে মহারাজ।(নিজস্ব চিত্র)