মাঠ ও মাঠের বাইরে দুই দিকেই সমান দায়িত্ব তাঁর। একদিকে পাকিস্তানের মেয়েদের ক্রিকেট দলের ক্যাপ্টেন। অন্যদিকে বাড়িতে একরত্তি মেয়ে ফাতিমা। মাতৃত্বের সঙ্গে ক্রিকেটকেও সমানতালে নিয়ে যাচ্ছেন বিসমা মারুফ(Bismah Maroof)। পাক ক্রিকেট দলের সুপারমম।(ছবি:ইনস্টাগ্রাম)
২০২১ সালে মা হন বিসমা। এরপর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হন তিনি। চলতি বছরের প্রথমদিকে মেয়েদের বিশ্বকাপের সময় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ক্রিকেটারের সঙ্গে হরমনপ্রীত কৌরদের মাঠের বাইরের ভিডিও, ছবি ব্যাপক ভাইরাল হয়। মারুফের মেয়ে ফাতিমার সঙ্গে খুনসুটি করতে দেখা যায় স্মৃতি মান্ধানা, হরমনপ্রীতদের। (ছবি:ইনস্টাগ্রাম)
মাতৃত্ব ও কেরিয়ার দুটোই সমানভাবে সামলানো বিসমা এখন অনেক পাক তরুণীর অনুপ্রেরণা। তাই কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহক হিসেবে বিসমাকেই বেছে নিয়েছে পাক অলিম্পিক অ্যাসোসিয়েশন।(ছবি:ইনস্টাগ্রাম)
একদিকে পিভি সিন্ধু, অন্যদিকে বিসমা মারুফ। সুদূর ইংল্যান্ডে দুই পাশাপাশি দেশের ধ্বজাধারী দুই মহিলা। (ছবি:ইনস্টাগ্রাম)
কোলের শিশুকে রেখে ১১ দিনের টুর্নামেন্ট খেলতে আসা সম্ভব ছিল না বিসমার পক্ষে। মেয়েকে নিয়ে গেমস ভিলেজে ঢোকার অনুমতি পাননি প্রথমে। বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ায় পিছু হটে গেমস কর্তৃপক্ষ।(ছবি:ইনস্টাগ্রাম)
৩১ অগস্ট বিসমা মারুফদের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ ভারতের। এই ম্যাচকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসমা মারুফের দল। (ছবি:ইনস্টাগ্রাম)