ধর্মেন্দ্রপুত্র হওয়াই হল কাল? অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খোলেন ববি…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 03, 2024 | 10:45 PM

Bobby Deol: অনেকেই ববি দেওলের সেদিনের সততার প্রশংসা করেছিলেন। যদিও একটা সময় দর্শক মেনে নিয়েছিলেন যে ববি দেওলও পারেন। সম্প্রতি তাঁর কাজ তা আরও একবারর প্রমাণ করে দিয়েছে। ববি দেওলের ঝুলিতে এখন একগুচ্ছ ছবি। ২০২৩ সাল দেখিয়ে দিয়ে গিয়েছে যে বক্স অফিসে পুরোনো অভিনেতা মানেই বাতিল নয়।

1 / 8
স্টারকিড হলে যে জীবনটা অনেকাংশে সহজ হয়ে যায় এমনটা নয়। উল্টোটাও আবার দেখা যায়। সেখানে প্রতিটা মুহূর্তে বাবা, মা বা পরিবারের যেই থেকে থাকুন না কেন সিনেমায়, তার সঙ্গে তুলনায় পড়তে হয়।

স্টারকিড হলে যে জীবনটা অনেকাংশে সহজ হয়ে যায় এমনটা নয়। উল্টোটাও আবার দেখা যায়। সেখানে প্রতিটা মুহূর্তে বাবা, মা বা পরিবারের যেই থেকে থাকুন না কেন সিনেমায়, তার সঙ্গে তুলনায় পড়তে হয়।

2 / 8
অমিতাভ পুত্র থেকে শাহরুখ কন্যা, তালিকা থেকে কেউ বাদ পড়েননি। বাদ পড়েননি খোদ ববি দেওলও। যিনি নিজে মুখে স্বীকার করে নিয়েছিলেন তাঁর প্রতিটা মুহূর্তের লড়াইয়ের কথা।

অমিতাভ পুত্র থেকে শাহরুখ কন্যা, তালিকা থেকে কেউ বাদ পড়েননি। বাদ পড়েননি খোদ ববি দেওলও। যিনি নিজে মুখে স্বীকার করে নিয়েছিলেন তাঁর প্রতিটা মুহূর্তের লড়াইয়ের কথা।

3 / 8
নিজেই বলেছিলেন, পদে পদে তাঁকে তাঁর বাবার সঙ্গে তুলনায় পড়তে হতো। কেবল বাবাই নয়, তালিকায় থাকতেন দাদা সানি দেওলও। তাঁর সঙ্গেও চলত তুলনা।

নিজেই বলেছিলেন, পদে পদে তাঁকে তাঁর বাবার সঙ্গে তুলনায় পড়তে হতো। কেবল বাবাই নয়, তালিকায় থাকতেন দাদা সানি দেওলও। তাঁর সঙ্গেও চলত তুলনা।

4 / 8
ববি দেওল এক সাক্ষাৎকারে বলেছিলেন,---প্রথম প্রথম এটা সুবিধে বলে মনে হবে। কিন্তু তারপর শুধুই কঠোর পরিশ্রম। প্রতিভা আর ভাগ্য। কত অভিনেতাই শুক্রবার করে আসে আর উধাও হয়ে যায়।

ববি দেওল এক সাক্ষাৎকারে বলেছিলেন,---প্রথম প্রথম এটা সুবিধে বলে মনে হবে। কিন্তু তারপর শুধুই কঠোর পরিশ্রম। প্রতিভা আর ভাগ্য। কত অভিনেতাই শুক্রবার করে আসে আর উধাও হয়ে যায়।

5 / 8
আমার মনে হয়, যাঁরা ইন্ডাস্ট্রি থেকে আসেন না, তাঁদের বরং অনেক সুবিধে রয়েছে। দর্শকদের তাঁদের থেকে কোনও আশা থাকে না। আমায় দাদা-বাবার সঙ্গে তুলনায় নামতে হতো।

আমার মনে হয়, যাঁরা ইন্ডাস্ট্রি থেকে আসেন না, তাঁদের বরং অনেক সুবিধে রয়েছে। দর্শকদের তাঁদের থেকে কোনও আশা থাকে না। আমায় দাদা-বাবার সঙ্গে তুলনায় নামতে হতো।

6 / 8
নেটিজেনরা ববি দেওলের এই সাক্ষাৎকার দেখে অনেকেই ববি দেওলের সঙ্গে সহমত পোষণ করেছেন। অনেকেই বলেছেন যে ববি দেওল যেমনটা ভাবছেন, সেটাই সত্যি।

নেটিজেনরা ববি দেওলের এই সাক্ষাৎকার দেখে অনেকেই ববি দেওলের সঙ্গে সহমত পোষণ করেছেন। অনেকেই বলেছেন যে ববি দেওল যেমনটা ভাবছেন, সেটাই সত্যি।

7 / 8
অনেকেই ববি দেওলের সেদিনের সততার প্রশংসা করেছিলেন। যদিও একটা সময় দর্শক মেনে নিয়েছিলেন যে ববি দেওলও পারেন। সম্প্রতি তাঁর কাজ তা আরও একবারর প্রমাণ করে দিয়েছে।

অনেকেই ববি দেওলের সেদিনের সততার প্রশংসা করেছিলেন। যদিও একটা সময় দর্শক মেনে নিয়েছিলেন যে ববি দেওলও পারেন। সম্প্রতি তাঁর কাজ তা আরও একবারর প্রমাণ করে দিয়েছে।

8 / 8
ববি দেওলের ঝুলিতে এখন একগুচ্ছ ছবি। ২০২৩ সাল দেখিয়ে দিয়ে গিয়েছে যে বক্স অফিসে পুরোনো অভিনেতা মানেই বাতিল নয়। বরং তাঁরা আজও লম্বা রেসের ঘোড়া।

ববি দেওলের ঝুলিতে এখন একগুচ্ছ ছবি। ২০২৩ সাল দেখিয়ে দিয়ে গিয়েছে যে বক্স অফিসে পুরোনো অভিনেতা মানেই বাতিল নয়। বরং তাঁরা আজও লম্বা রেসের ঘোড়া।

Next Photo Gallery