Skincare Tips: শীতেও চাই মসৃণ ও কোমল ত্বক! বলি ডিভাদের মত মধুর প্যাক ব্যবহার করলে মিলবে সুফল
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Nov 25, 2021 | 10:27 AM
যে কোনও ঋতুতে ত্বকের জন্য সঠিক উপাদান কোনটি তা এখনও অনেকের অজানা। ত্বকের টেক্সচার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উজ্জ্বল ত্বকের জন্য বিদেশি পণ্যের থেকে দেশি উপাদানকেই বেশি ভরসা রাখেন বলি-ডিভারা।
1 / 6
ম্যাগাজিন, বিজ্ঞাপনে তারকাদের মতো চকচকে ও মসৃণ ত্বক পেতে কে না চায়? তবে প্রত্যাশিতমতো ফলাফল যদি না পাওয়া যায়, তার জন্য আত্মবিশ্বাস পান না। নেটে হাজার হাজার টাকা খরচ করে ত্বকের সঠিক যত্ন নিতে পারেন না অনেকেই।
2 / 6
কখনও কখনও ঘরোয়া, দেশি ও সস্তায় পুষ্টিকর উপাদানও ত্বকের পরিচর্চার কাজে লেগে যায়। রান্নাঘরের এমন অনেক উপাদান আছে. যেগুলি সৌন্দর্য বজায় রাখার জন্য শক্তিশালী অনুঘটকের কাজ করে। দুর্দান্ত ত্বকের জন্য সেরা উপাদান হল মধু।
3 / 6
মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য। ত্বকের শুষ্কতা দূর করতে এই মধু ও মধুর তৈরি প্যাক যে কোনও সময়ই দারুণ উপকারী। প্রিয়াঙ্কা চোপড়া. আলিয়া ভাট, করিনা কাপুরের মতো বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা ত্বককে নরম, মসৃণ ও জেল্লা বাড়াতে মধুর প্যাক ব্যবহার করেন।
4 / 6
আলিয়া ভাট- পেঁপে বা কমলালেবুর পাউডারের সঙ্গে মধু মিশিয়ে একটি প্যাক ব্যবহার করেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলে ময়েশ্চারাইজিং করেন তিনি। ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে ভিটামিন সি যোগ করতে পারেন।
5 / 6
করিনা কাপুর খান- চন্দন গুঁড়োর সঙ্গে মধু যোগ করে আশ্চর্য ফেসপ্যাক তৈরি করেন তিনি। প্রতিদিন ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে এই দুরন্ত প্যাক ব্যবহার করেন তিনি। এই প্যাকের কারণে ত্বকের যে কোনও জ্বালা থেকে নিরাময় করতে সাহায্য করে।
6 / 6
মীরা রাজপুত- শীতকালে মুলতানি মাটির সঙ্গে মধু মিশিয়ে একটি অসাধারণ ফেসপ্যাক ব্যবহার করেন। ত্বকে ১৫ -২০ মিনিটের জন্য রেখে দেন। ত্বকের পুষ্টি জোগাতে, ত্বকের মৃতকোষ দূর করে তৈলাক্ততার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্যাক ব্যবহারের পর ময়েশ্চারাইজার প্রয়োগ করতে ভুলবেন না যেন।