Amitabh Bachchan: মেসি-রোনাল্ডো দ্বৈরথে ‘বিগ বি’-র সারপ্রাইজ়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 20, 2023 | 6:00 PM

রিয়াধে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মেসি-রোনাল্ডো। বহুদিন পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক মাঠে পেয়ে উচ্ছ্বসিত ফুটবল বিশ্ব। সেই সঙ্গেই ওই ম্যাচে আরেকটি সারপ্রাইজ অপেক্ষা করেছিল ভারতীয় ফ্যানেদের জন্য।

1 / 8
 বিশ্বকাপের (FIFA World Cup 2022) পর আবার ময়দানে ফিরেছেন ফুটবলের সুপারস্টাররা। বৃহস্পতিবার রিয়াধে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন রোনাল্ডো-মেসি। ছবি: টুইটার

বিশ্বকাপের (FIFA World Cup 2022) পর আবার ময়দানে ফিরেছেন ফুটবলের সুপারস্টাররা। বৃহস্পতিবার রিয়াধে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন রোনাল্ডো-মেসি। ছবি: টুইটার

2 / 8
রোনাল্ডোদের ৫-৪ ব্যবধানে হারিয়েছে মেসির পিএসজি। বিশ্বকাপ থেকে ফিরে বিরতির পর মেসিদের দুর্দান্ত কামব্যাক দেখছে ফুটবল প্রেমীরা। ছবি: টুইটার

রোনাল্ডোদের ৫-৪ ব্যবধানে হারিয়েছে মেসির পিএসজি। বিশ্বকাপ থেকে ফিরে বিরতির পর মেসিদের দুর্দান্ত কামব্যাক দেখছে ফুটবল প্রেমীরা। ছবি: টুইটার

3 / 8
 এই রুদ্ধশ্বাস ম্যাচ নজর কেড়েছে দর্শকদের। তবে এই ম্যাচে যে আরেকটি বড় সারপ্রাইজ় অপেক্ষা করেছিল তা কে জানত! ছবি: টুইটার

এই রুদ্ধশ্বাস ম্যাচ নজর কেড়েছে দর্শকদের। তবে এই ম্যাচে যে আরেকটি বড় সারপ্রাইজ় অপেক্ষা করেছিল তা কে জানত! ছবি: টুইটার

4 / 8
সৌদির তরফে এই ম্যাচের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বলিউডের রাজা অমিতাভ বচ্চন। ছবি: টুইটার

সৌদির তরফে এই ম্যাচের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বলিউডের রাজা অমিতাভ বচ্চন। ছবি: টুইটার

5 / 8
 মেসি-রোনাল্ডোদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে দেখা গেল বিগ বি'কে। রূপোলি পর্দার মতো তাঁর ঝলক ফুটবল ময়দানেও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। ছবি: টুইটার

মেসি-রোনাল্ডোদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে দেখা গেল বিগ বি'কে। রূপোলি পর্দার মতো তাঁর ঝলক ফুটবল ময়দানেও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। ছবি: টুইটার

6 / 8
খেলার প্রতি বলিউডের শাহেনশাহ-এর ভালোবাসা নতুন নয়। একসময় ভলিবলও খেলেছেন তিনি। ছবি: টুইটার

খেলার প্রতি বলিউডের শাহেনশাহ-এর ভালোবাসা নতুন নয়। একসময় ভলিবলও খেলেছেন তিনি। ছবি: টুইটার

7 / 8
মেসি-রোনাল্ডোর স্বপ্নের ম্যাচে তাঁর উজ্জ্বল উপস্থিতিকে দেশের গর্ব বলেই মনে করছেন ফ্যানেরা। ছবি: টুইটার

মেসি-রোনাল্ডোর স্বপ্নের ম্যাচে তাঁর উজ্জ্বল উপস্থিতিকে দেশের গর্ব বলেই মনে করছেন ফ্যানেরা। ছবি: টুইটার

8 / 8
মেসি-এমবাপে-রোনাল্ডোদের সঙ্গে কাটানো মুহূর্ত নিজেই টুইট করেছেন অমিতাভ। সেই সঙ্গেই লিখেছেন, "কী দারুণ একটা সন্ধ্য়ে কাটল রিয়াধে।" ছবি: টুইটার

মেসি-এমবাপে-রোনাল্ডোদের সঙ্গে কাটানো মুহূর্ত নিজেই টুইট করেছেন অমিতাভ। সেই সঙ্গেই লিখেছেন, "কী দারুণ একটা সন্ধ্য়ে কাটল রিয়াধে।" ছবি: টুইটার

Next Photo Gallery
Affordable Geyser: এই শীতে 200 টাকারও কমে বাড়ি নিয়ে আসুন গিজ়ার, Amazon-এ অফার থাকবে আর কয়েক ঘণ্টা
New Parliament Building: আধুনিকতা আর সংস্কৃতির মেলবন্ধন! কেমন হবে নয়া সংসদ ভবনের অন্দরমহল? দেখুন ছবি