Mrunal Thakur: আমি প্রেমে পড়তে চাই না, আমি উঠতে চাই: ম্রুণাল

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 13, 2022 | 10:17 PM

Mrunal Thakur: খোলামেলা মনে আলোচনা করেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

1 / 6
'ন্যাচারাল অভিনেত্রী'র তকমা পেয়েছেন ম্রুণাল ঠাকুর। মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ম্রুণাল, কিন্তু অভিনয়ে দ্বারা ছেড়েছেন নিজের ছাপ।

'ন্যাচারাল অভিনেত্রী'র তকমা পেয়েছেন ম্রুণাল ঠাকুর। মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ম্রুণাল, কিন্তু অভিনয়ে দ্বারা ছেড়েছেন নিজের ছাপ।

2 / 6
হৃতিক রোশনের সঙ্গে 'সুপার ৩০', শাহিদ কাপুরের সঙ্গে 'জার্সি', ফারহান আখতারের সঙ্গে 'তুফান', সলমন দুলকারের সঙ্গে 'সীতা রমন'-এ অভিনয় করেছেন ম্রুণাল।

হৃতিক রোশনের সঙ্গে 'সুপার ৩০', শাহিদ কাপুরের সঙ্গে 'জার্সি', ফারহান আখতারের সঙ্গে 'তুফান', সলমন দুলকারের সঙ্গে 'সীতা রমন'-এ অভিনয় করেছেন ম্রুণাল।

3 / 6
সম্প্রতি বাম্বলের জনপ্রিয় সিরিজ় 'ডেটিং দিজ় নাইটস'-এর দ্বিতীয় এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন ম্রুণাল ঠাকুর। ৩০ বছর বয়সে ডেটিং নিয়ে খোলাখুলি কথা বলেন ম্রুণাল। ১৫ সেপ্টেম্বর স্ট্রিম করবে সেই এপিসোড।

সম্প্রতি বাম্বলের জনপ্রিয় সিরিজ় 'ডেটিং দিজ় নাইটস'-এর দ্বিতীয় এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন ম্রুণাল ঠাকুর। ৩০ বছর বয়সে ডেটিং নিয়ে খোলাখুলি কথা বলেন ম্রুণাল। ১৫ সেপ্টেম্বর স্ট্রিম করবে সেই এপিসোড।

4 / 6
পার্টনারের মধ্যে কী খোঁজেন ম্রুণাল, জানিয়েছেন সেই এপিসোডে। বলেছেন,  "আমি কোথা থেকে আসছি, এটা আমার পার্টনারের জানা দরকার। জানা দরকার আমি কী ভাবছি এবং কোন পেশায় আছি। আমাদের চারপাশে নিরাপত্তাহীনতা প্রচুর। তাই আমার এমন একজনকে প্রয়োজন যাঁর মধ্যে নিরাপত্তা বোধ আছে। এই গুণ কিন্তু সকলের মধ্যে পাওয়া যায় না।"

পার্টনারের মধ্যে কী খোঁজেন ম্রুণাল, জানিয়েছেন সেই এপিসোডে। বলেছেন, "আমি কোথা থেকে আসছি, এটা আমার পার্টনারের জানা দরকার। জানা দরকার আমি কী ভাবছি এবং কোন পেশায় আছি। আমাদের চারপাশে নিরাপত্তাহীনতা প্রচুর। তাই আমার এমন একজনকে প্রয়োজন যাঁর মধ্যে নিরাপত্তা বোধ আছে। এই গুণ কিন্তু সকলের মধ্যে পাওয়া যায় না।"

5 / 6
 এরপর ম্রুণালকে জিজ্ঞেস করা হয়, "আপনার জীবনে কি এমন মানুষ আছেন, যাঁরা ক্রমাগত আপনার বায়োলজিক্যাল ক্লকের কথা মনে করিয়ে দেন?"

এরপর ম্রুণালকে জিজ্ঞেস করা হয়, "আপনার জীবনে কি এমন মানুষ আছেন, যাঁরা ক্রমাগত আপনার বায়োলজিক্যাল ক্লকের কথা মনে করিয়ে দেন?"

6 / 6
 এর উত্তরে ম্রুণাল জানিয়ে দেন, "একেক সময় মনে হয়, আমার একটা সন্তান থাকলে ভাল হত।" তাঁর মা বেশ সাপোর্টিভ। তিনি জানিয়েছেন, "আমি যদি আমার ডিম্বাণু জমিয়ে রাখতে চাই, কিংবা সিঙ্গল মা হয়ে জীবন কাটাতে চাই, তাঁর কোনও আপত্তি নেই। আমি মনে-মনে মাকে বাহবা দিই আর ভাবি বিষয়টা দারুণ।"

এর উত্তরে ম্রুণাল জানিয়ে দেন, "একেক সময় মনে হয়, আমার একটা সন্তান থাকলে ভাল হত।" তাঁর মা বেশ সাপোর্টিভ। তিনি জানিয়েছেন, "আমি যদি আমার ডিম্বাণু জমিয়ে রাখতে চাই, কিংবা সিঙ্গল মা হয়ে জীবন কাটাতে চাই, তাঁর কোনও আপত্তি নেই। আমি মনে-মনে মাকে বাহবা দিই আর ভাবি বিষয়টা দারুণ।"

Next Photo Gallery