Inside Gossip: রাতারাতি রূপবদলের জল্পনা, ঐশ্বর্য থেকে নোরা, প্ল্যাস্টিক সার্জারিই যাঁদের বিউটি সিক্রেট

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 17, 2022 | 10:03 AM

Controversy: প্ল্যাস্টিক সার্জারিকে হাতিয়ার করে সুন্দর হয়ে ওঠার রাস্তা বেছে নিয়েছিলেন বিটাউনের যাঁরা, জল্পনা তুঙ্গে...

1 / 6
কেরিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে কাঁর। তবে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে শোরগোল ফেলা তাঁর প্রেমকাহিনি বি-টাউনের অন্দরমহেল সর্বাধিক চর্চিত। তবে অনেকেই হয়তো জানেন না, তিনি বিয়ে করতে চেয়েছিলেন জুহি চাওলাকে।

কেরিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে কাঁর। তবে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে শোরগোল ফেলা তাঁর প্রেমকাহিনি বি-টাউনের অন্দরমহেল সর্বাধিক চর্চিত। তবে অনেকেই হয়তো জানেন না, তিনি বিয়ে করতে চেয়েছিলেন জুহি চাওলাকে।

2 / 6
তামান্না ভাটিয়া- তামান্না ভাটিয়া, তাঁর লুক দেখেও স্পষ্ট যে তিনি আগের থেকে অনেকাংশ পরিবর্তীত হয়েছেন। আর সেই কারণেই তিনি বারে বারে প্ল্যাস্টিক সার্জারি প্রসঙ্গে চর্চিত।

তামান্না ভাটিয়া- তামান্না ভাটিয়া, তাঁর লুক দেখেও স্পষ্ট যে তিনি আগের থেকে অনেকাংশ পরিবর্তীত হয়েছেন। আর সেই কারণেই তিনি বারে বারে প্ল্যাস্টিক সার্জারি প্রসঙ্গে চর্চিত।

3 / 6
নোরা ফাতেহি- নোরা ফাতেহি ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর লুক বদলের জন্য। যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন তিনি, তবুও সোশ্যাল নিডিয়ায় ভাইরাল তিনি প্ল্যাস্টিক সার্জারিকে কেন্দ্র করেই।

নোরা ফাতেহি- নোরা ফাতেহি ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর লুক বদলের জন্য। যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন তিনি, তবুও সোশ্যাল নিডিয়ায় ভাইরাল তিনি প্ল্যাস্টিক সার্জারিকে কেন্দ্র করেই।

4 / 6
মৌনি রায়- মৌনি রায় যে প্ল্যাস্টিক সার্জারি করিয়েছেন, তা নিয়ে তিনি মুখ না খুললেও সম্প্রতি তাঁকে দেখা মাত্রই তা স্পষ্ট হয়ে যায় নেটপাড়ায়। তিনিও প্ল্যাস্টিক সার্জারি জল্পনায় চর্চায় উঠে এসেছেন একাধিকবার।

মৌনি রায়- মৌনি রায় যে প্ল্যাস্টিক সার্জারি করিয়েছেন, তা নিয়ে তিনি মুখ না খুললেও সম্প্রতি তাঁকে দেখা মাত্রই তা স্পষ্ট হয়ে যায় নেটপাড়ায়। তিনিও প্ল্যাস্টিক সার্জারি জল্পনায় চর্চায় উঠে এসেছেন একাধিকবার।

5 / 6
মাধুরী দীক্ষিত- মাধুরী দীক্ষিত বয়সের সঙ্গে সঙ্গে বেশকিছুটা পাল্টে গেলেও বর্তমানে তাঁকে দেখলে প্রথম লুকের সঙ্গে হুবহু মিল পাওয়া দায়। সোশ্যাল মিডিয়ায় চর্চা বর্তমান, তিনি নাকি প্ল্যাস্টিক সার্জারি করেই এমনটা হয়েছেন।

মাধুরী দীক্ষিত- মাধুরী দীক্ষিত বয়সের সঙ্গে সঙ্গে বেশকিছুটা পাল্টে গেলেও বর্তমানে তাঁকে দেখলে প্রথম লুকের সঙ্গে হুবহু মিল পাওয়া দায়। সোশ্যাল মিডিয়ায় চর্চা বর্তমান, তিনি নাকি প্ল্যাস্টিক সার্জারি করেই এমনটা হয়েছেন।

6 / 6
শ্রুতি হাসান- শ্রুটি হাসান, তাঁর প্ল্যাস্টিক সার্জরি নিয়ে তিনি কখনই রখঢাক করেন না। নিজেই জানিয়েছিলেন তাঁকে সুন্দর লাগার রহস্যের পিছনে রয়েছে প্ল্যাস্টিক সার্জারি।

শ্রুতি হাসান- শ্রুটি হাসান, তাঁর প্ল্যাস্টিক সার্জরি নিয়ে তিনি কখনই রখঢাক করেন না। নিজেই জানিয়েছিলেন তাঁকে সুন্দর লাগার রহস্যের পিছনে রয়েছে প্ল্যাস্টিক সার্জারি।

Next Photo Gallery