No Surgery: প্রাকৃতিক সৌন্দর্যেই বিশ্বাসী, চেহারায় ছোঁয়াননি কৃত্রিম রূপের কাঠি
ঠোঁটে সার্জারি। মুখে বোটক্স। নাকের আকারে পরিবর্তন। কৃত্রিম উপায়ে চেহারায় পরিবর্তন আনেন অভিনেত্রীরা। আশা একটাই, আরও একটু আকর্ষণীয় করে তোলা নিজেকে। শো বিজ়ে টিকে থাকতে গেলে প্রতিভার সঙ্গে প্রয়োজন যে রূপও। কিন্তু এই বলিউড নায়িকাদের দেখুন। প্রাকৃতিক চেহারাতেই মনের মল্লিকা হয়ে উঠেছেন গুণমুগ্ধদের।