No Surgery: প্রাকৃতিক সৌন্দর্যেই বিশ্বাসী, চেহারায় ছোঁয়াননি কৃত্রিম রূপের কাঠি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 12, 2021 | 7:31 AM

ঠোঁটে সার্জারি। মুখে বোটক্স। নাকের আকারে পরিবর্তন। কৃত্রিম উপায়ে চেহারায় পরিবর্তন আনেন অভিনেত্রীরা। আশা একটাই, আরও একটু আকর্ষণীয় করে তোলা নিজেকে। শো বিজ়ে টিকে থাকতে গেলে প্রতিভার সঙ্গে প্রয়োজন যে রূপও। কিন্তু এই বলিউড নায়িকাদের দেখুন। প্রাকৃতিক চেহারাতেই মনের মল্লিকা হয়ে উঠেছেন গুণমুগ্ধদের।

1 / 8
আলিয়া ভাট।

আলিয়া ভাট।

2 / 8
দীপিকা পাড়ুকোন।

দীপিকা পাড়ুকোন।

3 / 8
শ্রদ্ধা কাপুর।

শ্রদ্ধা কাপুর।

4 / 8
নার্গিস ফাকরি।

নার্গিস ফাকরি।

5 / 8
সোনাক্ষী সিনহা।

সোনাক্ষী সিনহা।

6 / 8
সোনম কাপুর।

সোনম কাপুর।

7 / 8
ইয়ামি গৌতম।

ইয়ামি গৌতম।

8 / 8
জ্যাকলিন ফার্নান্ডেজ়।

জ্যাকলিন ফার্নান্ডেজ়।

Next Photo Gallery
Farmers are facing loss: এক বছরে মার খেয়েছে ৩টি ফসল! বছর শেষে জাওয়াদ যেন ‘অভিশাপ’ কৃষকদের
International Mountains Day 2021: দেশেই রয়েছে পার্বত্য এলাকার প্রাকৃতিক গুপ্তধন! দেখুন ছবিতে