
বহু পুরুষের স্বপ্নের নারী দীপিকা পাড়ুকোন। এই মেরুন গ্ল্যামারস স্লিটেড ড্রেসে নায়িকা হয়ে উঠেছিলেন আরও সুন্দরী

প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল আইকন। প্রতিটা সময় তাঁকে দর্শকরার তাঁকে পেয়েছে নিত্যনতুন লুকে। এই ব্ল্যাক থাই-হাই স্লিটেড ড্রেসে নায়িকাকে দেখাচ্ছিল অনবদ্য।

করিনা কাপুর খান বলিউডের ডিভা। প্রতি মুহূর্তে নিজেক পরিবর্তন করেছে নায়িকা। ধরা দিয়েছেন নতুন নতুন লুকে। হলুদ স্লিটেড ড্রেসে তার থেকে চোখ ফেরানো দায়।

মালাইকা অরোরার বিউটি, বোল্ড অবতারে কাবু পুরুষ হৃদয়। লাল স্লিটেড ড্রেসে মালাইকার আবির্ভাবে রীতিমতো ঝড় সোশ্যাল মিডিয়ায়।

জাহ্নবী কাপুর তাঁকে এক কথায় ফ্যাশনিস্তা বলাই যায়। আর রোজ়গোল্ড ড্রেসে নায়িকার অ্যাপিয়ারেন্স করে তুলেছে আরও আকর্ষণীয়।

দিনে দিনে দিশা পাটানি হয়ে উঠেছেন ফ্যাশনিস্তা। আর এই ব্ল্যাক স্লিটেড ড্রেসে নায়িকাকে দেখে তাঁর ভক্তরা বোল্ড আউট।