Bollywood and drugs: শুধু আরিয়ান নন, মাদককাণ্ডে নাম জড়িয়েছে এই ৫ স্টারকিডেরও

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 04, 2021 | 11:08 AM

মাদক মামলায় আরিয়ানের জেল হেফাজত নাকি জামিনে মুক্তি তা তো সময়ই বলবে, কিন্তু স্টারকিডদের মধ্যে আরিয়ান ছাড়াও এযাবৎ মাদক কাণ্ডে নাম জড়িয়েছে বহুজনের। তাঁরা কারা? দেখে নিন...

1 / 6
আরিয়ান খান। পরিচয়ে শাহরুখ খানের ছেলে। তাঁর বিরুদ্ধে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ওরফে এনসিবি'র অভিযোগ প্রমোদতরীতে মাদক গ্রহণ করেছেন তিনি। এই মুহূর্তে তাঁকে এনসিবি হেফাজতে রাখা হয়েছে। সোমবার তোলা হবে আদালতে। জেল হেফাজত নাকি জামিনে মুক্তি তা তো সময়ই বলবে, কিন্তু স্টারকিডদের মধ্যে আরিয়ান ছাড়াও এযাবৎ মাদক কাণ্ডে নাম জড়িয়েছে বহুজনের। তাঁরা কারা? দেখে নিন...

আরিয়ান খান। পরিচয়ে শাহরুখ খানের ছেলে। তাঁর বিরুদ্ধে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ওরফে এনসিবি'র অভিযোগ প্রমোদতরীতে মাদক গ্রহণ করেছেন তিনি। এই মুহূর্তে তাঁকে এনসিবি হেফাজতে রাখা হয়েছে। সোমবার তোলা হবে আদালতে। জেল হেফাজত নাকি জামিনে মুক্তি তা তো সময়ই বলবে, কিন্তু স্টারকিডদের মধ্যে আরিয়ান ছাড়াও এযাবৎ মাদক কাণ্ডে নাম জড়িয়েছে বহুজনের। তাঁরা কারা? দেখে নিন...

2 / 6
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ প্রকাশ্যে আসে। সে সময় রিয়া চক্রবর্তীর একদা ঘনিষ্ঠ বন্ধু ও সুশান্তের প্রাক্তন প্রেমিকা সারা আলি খানের ডাক পড়ে এনসিবি'র দফতরে। সারা মাদক নেওয়ার কথা অস্বীকার করলেও রিয়া জানান, তিনি ও সারা একসঙ্গে গাঁজা খেয়েছেন। সারা অমৃতা ওই সইফ কন্যা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ প্রকাশ্যে আসে। সে সময় রিয়া চক্রবর্তীর একদা ঘনিষ্ঠ বন্ধু ও সুশান্তের প্রাক্তন প্রেমিকা সারা আলি খানের ডাক পড়ে এনসিবি'র দফতরে। সারা মাদক নেওয়ার কথা অস্বীকার করলেও রিয়া জানান, তিনি ও সারা একসঙ্গে গাঁজা খেয়েছেন। সারা অমৃতা ওই সইফ কন্যা।

3 / 6
ফিরোজ খানের পুত্র ফারদিন খানও মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন ২০০১ সালে। ৯ গ্রাম কোকেন সহ পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

ফিরোজ খানের পুত্র ফারদিন খানও মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন ২০০১ সালে। ৯ গ্রাম কোকেন সহ পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

4 / 6
সুশান্ত মৃত্যুর পর মাদক কাণ্ডে সারার পাশাপাশি ডাক পড়েছিল আরও স্টারকিডের। তিনি শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর। রিয়ার সঙ্গে এক হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই মূলত ডাকা হয় তাঁকে। মাদক কাণ্ডে নাম জড়িয়েছে তাঁরও।

সুশান্ত মৃত্যুর পর মাদক কাণ্ডে সারার পাশাপাশি ডাক পড়েছিল আরও স্টারকিডের। তিনি শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর। রিয়ার সঙ্গে এক হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই মূলত ডাকা হয় তাঁকে। মাদক কাণ্ডে নাম জড়িয়েছে তাঁরও।

5 / 6
স্মিতা পাতিল ও রাজ বব্বরের ছেলে প্রতীক। প্রতীক নিজেই জানিয়েছিলেন ১৩ বছর বয়স থেকে ড্রাগ নেওয়া শুরু করেন তিনি। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে রিহ্যাবে গিয়ে সেই অভ্যেস ত্যাগ করতে হয়েছিল তাঁকে।

স্মিতা পাতিল ও রাজ বব্বরের ছেলে প্রতীক। প্রতীক নিজেই জানিয়েছিলেন ১৩ বছর বয়স থেকে ড্রাগ নেওয়া শুরু করেন তিনি। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে রিহ্যাবে গিয়ে সেই অভ্যেস ত্যাগ করতে হয়েছিল তাঁকে।

6 / 6
তাঁর মাদকাসক্ত জীবনের কথা সিমি গারেওয়ালের শো'য়ে নিজেই স্বীকার করেছিলেন সঞ্জয় দত্ত। সঞ্জয় বলেছে, কলেজে পড়াকালীন মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। তা ছাড়তেও বেশ সমস্যা হয়েছিল। সঞ্জয় দত্ত বলিউড প্রযোজক-পরিচালক সুনীল দত্তর ছেলে।

তাঁর মাদকাসক্ত জীবনের কথা সিমি গারেওয়ালের শো'য়ে নিজেই স্বীকার করেছিলেন সঞ্জয় দত্ত। সঞ্জয় বলেছে, কলেজে পড়াকালীন মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। তা ছাড়তেও বেশ সমস্যা হয়েছিল। সঞ্জয় দত্ত বলিউড প্রযোজক-পরিচালক সুনীল দত্তর ছেলে।

Next Photo Gallery
Tara Sutaria Fashion: বিয়ের মরসুম সামনেই, তার আগে দেখে নিন তারা সুতারিয়ার এই এথনিক সাজের কিছু ছবি…
European Destinations in Winter: শীতে ইউরোপ যাবেন? আপনার জন্য খোঁজ রইল কিছু আকর্ষণীয় ভ্রমণ স্থানের…