TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 07, 2022 | 10:47 AM
হৃত্বিক রোশন ও সুজ়ান খানের মধ্যে হওয়ার বিচ্ছেদের ক্ষতিপূরণ ছিল মোট ৩৮০ কোটি টাকা। ৪০০ কোটি প্রথমে চেয়েছিলেন সুজন খান। যা ৩৮০ কোটিতে গিয়ে রফা হয়।
সইফ আলি খান ও অমৃতা সিং, তাঁদের মধ্যে বিচ্ছেদের সময় রফা হয়েছিল ৫ কোটিতে। প্রতিমাসে খরচ বাবদ এক লাখ টাকা করে পাঠান সইফ আলি খান।
মালাইকা আরোরা ও আরবাজ খানের মধ্যে বিচ্ছেদের সময়, আরবাজকে দিতে হয় ১০ থেকে ১৫ কোটি টাকা।
করিশ্মা কাপুর ও সঞ্জয় কাপুরের মধ্যে বিবাহ বিচ্ছেদের সময় সন্তানদের ভবিষ্যতের জন্য ১৪ কোটি টাকার একটি ডিপোজিট করে দিতে হয়। পাশাপাশি মাসে মাসে ১০ লাখ করে টাকা পান করিশ্মা।
ফারহান আখতর ও অনুধার মধ্যে বিবাহ বিচ্ছেদের চুক্তিতে, খোরপোষ বাবদ দিতে দিয়েছিল ফারহানকে ১০ হাজার স্কোয়ার ফিটের একটি প্রাসাদ।