Bollywood Couples: বিয়ে ভাঙার পরও প্রেম খুঁজে পেয়েছেন এই ৮ বলি তারকা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 21, 2022 | 9:56 PM

বিয়ে ভাঙলে জীবন পালটে যায় না। মানুষ ফের প্রেমে পড়তে পারেন। ফের খুশি থাকতে পারেন। সুখী হতে পারেন। প্রমাণ করলেন এই ৮ বলি তারকা। দেখুন ছবিতে।

1 / 8
মেহের জেসিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস ও অর্জুন রামপাল সুখে আছেন।

মেহের জেসিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস ও অর্জুন রামপাল সুখে আছেন।

2 / 8
দুটি বিয়ে ভাঙার পর বিপাশা বসুকে বিয়ে করেন করণ সিং গ্রোভার।

দুটি বিয়ে ভাঙার পর বিপাশা বসুকে বিয়ে করেন করণ সিং গ্রোভার।

3 / 8
শিবানী দান্দেকরের সঙ্গে বিয়ে ভাঙার পর ফারহান আখতারের সঙ্গে প্রেম হয় অধুনা ভবানীর। তাঁরা সুখে আছেন।

শিবানী দান্দেকরের সঙ্গে বিয়ে ভাঙার পর ফারহান আখতারের সঙ্গে প্রেম হয় অধুনা ভবানীর। তাঁরা সুখে আছেন।

4 / 8
অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়ে ভাঙার পর গাই হার্শবার্গের সঙ্গে ভাল আছেন কলকি।

অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়ে ভাঙার পর গাই হার্শবার্গের সঙ্গে ভাল আছেন কলকি।

5 / 8
স্বামী আরবাজ খানের সঙ্গে দীর্ঘদিনের বিবাহিত জীবনের ইতি। অর্জুন কাপুরের সঙ্গে সুখে আছেন মালাইকা আরোরা।

স্বামী আরবাজ খানের সঙ্গে দীর্ঘদিনের বিবাহিত জীবনের ইতি। অর্জুন কাপুরের সঙ্গে সুখে আছেন মালাইকা আরোরা।

6 / 8
প্রাক্তন স্ত্রী শ্বেতা রোহিরার সঙ্গে বিয়ে ভাঙলেও কৃতি খারবান্দার সঙ্গে সুখী পুলকিত সম্রাট।

প্রাক্তন স্ত্রী শ্বেতা রোহিরার সঙ্গে বিয়ে ভাঙলেও কৃতি খারবান্দার সঙ্গে সুখী পুলকিত সম্রাট।

7 / 8
অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ে ভাঙার পর করিনা কাপুর খানকে বিয়ে করেন সইফ। বলিউডের অন্যতম সুখী দম্পতি তাঁরা।

অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ে ভাঙার পর করিনা কাপুর খানকে বিয়ে করেন সইফ। বলিউডের অন্যতম সুখী দম্পতি তাঁরা।

8 / 8
হৃত্বিক রোশনের সঙ্গে বিয়ে ভাঙার পর আরসালান গোনির সঙ্গী সুখে আছেন সুজ়ান খান।

হৃত্বিক রোশনের সঙ্গে বিয়ে ভাঙার পর আরসালান গোনির সঙ্গী সুখে আছেন সুজ়ান খান।

Next Photo Gallery