TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jan 21, 2022 | 9:56 PM
মেহের জেসিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস ও অর্জুন রামপাল সুখে আছেন।
দুটি বিয়ে ভাঙার পর বিপাশা বসুকে বিয়ে করেন করণ সিং গ্রোভার।
শিবানী দান্দেকরের সঙ্গে বিয়ে ভাঙার পর ফারহান আখতারের সঙ্গে প্রেম হয় অধুনা ভবানীর। তাঁরা সুখে আছেন।
অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়ে ভাঙার পর গাই হার্শবার্গের সঙ্গে ভাল আছেন কলকি।
স্বামী আরবাজ খানের সঙ্গে দীর্ঘদিনের বিবাহিত জীবনের ইতি। অর্জুন কাপুরের সঙ্গে সুখে আছেন মালাইকা আরোরা।
প্রাক্তন স্ত্রী শ্বেতা রোহিরার সঙ্গে বিয়ে ভাঙলেও কৃতি খারবান্দার সঙ্গে সুখী পুলকিত সম্রাট।
অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ে ভাঙার পর করিনা কাপুর খানকে বিয়ে করেন সইফ। বলিউডের অন্যতম সুখী দম্পতি তাঁরা।
হৃত্বিক রোশনের সঙ্গে বিয়ে ভাঙার পর আরসালান গোনির সঙ্গী সুখে আছেন সুজ়ান খান।