আলিয়া-রণবীর: এক পলকেই শেষ হচ্ছে ২০২২ সাল। এই বছরটায় বহু তারকা বিয়ে করেছেন। সংসার শুরু করেছেন বলিউড সেলিব্রিটিরা। সেই তালিকায় প্রথমেই আসে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের নাম। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেছেন তাঁরা। ৭ নভেম্বর জন্ম নিয়েছে রণবীর-আলিয়ার কন্যা সন্তান রাহা।
ফারহান-শিবানী: ২০২২ সালের ফেব্রুয়ারির ১৯ তারিখ বিয়ে করেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। সেই বিয়েতে উপস্থিত ছিলেন হৃত্বিক রোশন এবং তাঁর প্রেমিকা সাবা আজ়াদও।
হনসিকা-সোহেল: দীর্ঘদিনের প্রেমিক ব্য়বসায়ী সোহেল কাঠুরিয়াকে ২০২২ সালেই বিয়ে করেছেন অভিনেত্রী হনসিকা মোটওয়ানি। রাজস্থানের দুর্গে তিনদিন ধরে বিয়ে করেছেন তাঁরা।
মৌনী-সুরজ: 'ব্রহ্মাস্ত্র'-এর খলনায়িকা মৌনী রায় বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের ব্যবসায়ী প্রেমিক সুরজ নাম্বিয়ারকে। গোয়ায় বিয়ে করেছেন তাঁরা।
এই কারণেই তিনি স্পষ্ট জানান যে, ছবির জগতে অভিনেত্রীদের তেমন কোনও কদর থাকত না। প্রচারে গেলে একটা কোণে দাঁড়িয়ে থাকতে হতো। কারণ সম্পূর্ণ লাইম লাইট থাকত অভিনেতার ওপরই।
রিচা-আলি: তারকা অভিনেতা দম্পতি রিচা চাড্ডা এবং আলি ফজল বিয়ে করেছেন ২০২২ সালেই। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন পুরনোদিনের বন্ধু এবং পরিবারের সদস্যরা।