৭৫তম স্বাধীনতা দিবস, কী ভাবে শুভেচ্ছা জানালেন বলি সেলেবরা?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 15, 2021 | 1:53 PM

Independence Day 2021: করোনা পরিস্থিতিতে কোনও অনুষ্ঠানেই এখন আর সামনাসামনি শুভেচ্ছা জানানো সম্ভব নয়। স্বাধীনতা দিবসও তার ব্যতিক্রম নয়। ৭৫তম স্বাধীনতা দিবসে ভার্চুয়ালি শুভেচ্ছা জানালেন বলি সেলেবরা।

1 / 7
১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ‘দেশ প্রেম’ ছবিটি। সেই ছবির পোস্টার শেয়ার করে ৭৫তম স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়েছেন অমিতাভ বচ্চন।

১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ‘দেশ প্রেম’ ছবিটি। সেই ছবির পোস্টার শেয়ার করে ৭৫তম স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়েছেন অমিতাভ বচ্চন।

2 / 7
কমলা, সাদা, সবুজ রয়েছে ভারতীয় জাতীয় পতাকায়। সেই তিন রঙের পোশাক পরে নিজের ছবি কোলাজ করে শেয়ার করেছেন কাজল।

কমলা, সাদা, সবুজ রয়েছে ভারতীয় জাতীয় পতাকায়। সেই তিন রঙের পোশাক পরে নিজের ছবি কোলাজ করে শেয়ার করেছেন কাজল।

3 / 7
সদ্য মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘শেরশাহ’। সেই ছবির কথা মনে করে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী সকলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ভারতের পতাকা হাতে নিয়ে নিজের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন সিদ্ধার্থ।

সদ্য মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘শেরশাহ’। সেই ছবির কথা মনে করে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী সকলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ভারতের পতাকা হাতে নিয়ে নিজের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন সিদ্ধার্থ।

4 / 7
অনুপম খের শেয়ার করেছেন নিজের একতটি মনোক্রোম ছবি। তার উপরে লেখা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।

অনুপম খের শেয়ার করেছেন নিজের একতটি মনোক্রোম ছবি। তার উপরে লেখা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।

5 / 7
সোনু সুদ মনে করেন, আরও ভাল দেশ তৈরি করার শপথ নেওয়ার দিন আজ। অনুরাগীদের কাছে এই অনুরোধ জানিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি।

সোনু সুদ মনে করেন, আরও ভাল দেশ তৈরি করার শপথ নেওয়ার দিন আজ। অনুরাগীদের কাছে এই অনুরোধ জানিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি।

6 / 7
ভারতের পতাকার সঙ্গে নিজের ছবি কোলাজ করে শেয়ার করেছেন অজয় দেবগণ। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন অভিনেতা।

ভারতের পতাকার সঙ্গে নিজের ছবি কোলাজ করে শেয়ার করেছেন অজয় দেবগণ। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন অভিনেতা।

7 / 7
‘আজাদি মুবারক’, সোশ্যাল ওয়ালে লিখলেন নেহা কক্কর। হাতে ভারতের ছোট্ট পতাকা নিয়ে নিজের অনুভূতি শেয়ার করলেন গায়িকা।

‘আজাদি মুবারক’, সোশ্যাল ওয়ালে লিখলেন নেহা কক্কর। হাতে ভারতের ছোট্ট পতাকা নিয়ে নিজের অনুভূতি শেয়ার করলেন গায়িকা।

Next Photo Gallery