Bollywood Controversy: ‘শরীরের বিনিময় মিলবে কাজ’, বি-টাউনের কাস্টিং ডিরেক্টরের পর্দা ফাঁস করেছিলেন উরফি

Urfi Javed: উরফি জাভেদ মুখ খুলতে পিছু পা হননি। প্রকাশ্যে জানিয়ে ছিলেন, তিনি কাস্টিং ডিরেক্টরের থেকে পেয়েছিলেন নোংরা প্রস্তাব।

| Edited By: Sneha Sengupta

Mar 23, 2022 | 8:06 PM

1 / 6
বিগ বস স্টার উরফি জাভেদ বরাবরই নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য নেট দুনিয়ায় ভাইরাল। একাধিকবার হয়ে থাকেন ট্রোলের শিকারও।

বিগ বস স্টার উরফি জাভেদ বরাবরই নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য নেট দুনিয়ায় ভাইরাল। একাধিকবার হয়ে থাকেন ট্রোলের শিকারও।

2 / 6
তবে বি-টাউনের অন্দরমহলের ছবিটা সামনে আনতে পিছু পা হননি। যবে থেকে হ্যাসট্যাগ মিটু প্রসঙ্গ সামনে এসেছে, ঠিক তবে থেকেই বি-টাউনের কেচ্ছা আর চাপা পড়ে থাকে না।

তবে বি-টাউনের অন্দরমহলের ছবিটা সামনে আনতে পিছু পা হননি। যবে থেকে হ্যাসট্যাগ মিটু প্রসঙ্গ সামনে এসেছে, ঠিক তবে থেকেই বি-টাউনের কেচ্ছা আর চাপা পড়ে থাকে না।

3 / 6
তাই উরফি জাভেদও মুখ খুলতে পিছু পা হননি। প্রকাশ্যে জানিয়ে ছিলেন, তিনি কাস্টিং ডিরেক্টরের থেকে পেয়েছিলেন নোংরা প্রস্তাব।

তাই উরফি জাভেদও মুখ খুলতে পিছু পা হননি। প্রকাশ্যে জানিয়ে ছিলেন, তিনি কাস্টিং ডিরেক্টরের থেকে পেয়েছিলেন নোংরা প্রস্তাব।

4 / 6
কথা ছিল একটি মিউজিক ভিডিও শুট করার। তার জন্যই পরিচালক ওবেড আফ্রিদি উরফিকে মনোনিত করেছিলেন। তবে এমনি এমনি নয়।

কথা ছিল একটি মিউজিক ভিডিও শুট করার। তার জন্যই পরিচালক ওবেড আফ্রিদি উরফিকে মনোনিত করেছিলেন। তবে এমনি এমনি নয়।

5 / 6
সাফ জানিয়েছিলেন দাবি, তাঁর সঙ্গে সঙ্গমে রাজি হলে তবেই মিলবে সুযোগ। সোশ্যাল মিডিয়ায় এই খবর মুহূর্তে সামনে নিয়ে এসেছিলেন উরফি।

সাফ জানিয়েছিলেন দাবি, তাঁর সঙ্গে সঙ্গমে রাজি হলে তবেই মিলবে সুযোগ। সোশ্যাল মিডিয়ায় এই খবর মুহূর্তে সামনে নিয়ে এসেছিলেন উরফি।

6 / 6
শুধু তাই নয়, উরফি জাভেদকে সাপোর্ট করে প্রিয়াঙ্ক শর্মাও জানান, তাঁরও এক ঘনিষ্ঠ বান্ধবীকে এমনই প্রস্তাব দিয়েছিলেন পরিচালক।

শুধু তাই নয়, উরফি জাভেদকে সাপোর্ট করে প্রিয়াঙ্ক শর্মাও জানান, তাঁরও এক ঘনিষ্ঠ বান্ধবীকে এমনই প্রস্তাব দিয়েছিলেন পরিচালক।