দিওয়ালি আসছে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশনের প্রস্তুতি। বলি ইন্ডাস্ট্রির কোন কোন শিল্পী বিয়ের পর এ বছর প্রথম দিওয়ালি সেলিব্রেট করবেন, এক নজরে দেখে নিন।
৪ জুন, ২০২১। হিমাচল প্রদেশে বিয়ে করেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। পাত্র পরিচালক আদিত্য ধর। বিয়ের পর প্রথম দিওয়ালির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন দম্পতি।
ইসমাইল দরবারের পুত্র জায়েদ দরবারকে বিয়ে করেছেন অভিনেত্রী গওহর খান। ২৫ ডিসেম্বর ২০২০ বিয়ে করেন তাঁরা। ফলে গত বছরের দিওয়ালি দম্পতি হিসেবে সেলিব্রেট করতে পারেননি। এ বার প্রথং সেই সুযোগ পাবেন।
সুরাটের ব্যবসায়ী মৌলনা অনস সইদকে বিয়ে করেন অভিনেত্রী সানা খান। এ বছর তাঁদেরও বিয়ের পর প্রথম দিওয়লি।
চলতি বছরের ২৪ জানুয়ারি বিয়ে করেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। বরাবরই বড় করে দিওয়ালি সেলিব্রেট করেন বরুণ। এ বছর তাঁর কাছে আরও স্পেশ্যাল।
২০২০-র ডিসেম্বরে বিয়ে করেন আদিত্য নারায়ণ। ২০১৯-এ লকডাউনের সময় নাকি শ্বেতা আগরওয়ালকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। এ বছর তাঁদেরও প্রথম দিওয়ালি।
গত জুলাইতে বিয়ে করলেন রাহুল বৈদ্য। দিশা পারমারকে নিয়ে ইতিমধ্যেই মালদ্বীপে হনিমুন করে এসেছেন তিনি। এ বার দিওয়ালি সেলিব্রেশনের পালা।