Bollywood couples: বলি ইন্ডাস্ট্রির কোন দম্পতিদের এ বছর বিয়ের পর প্রথম দিওয়ালি?
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Oct 29, 2021 | 8:32 PM
Bollywood couples: দিওয়ালি আসছে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশনের প্রস্তুতি। বলি ইন্ডাস্ট্রির কোন কোন শিল্পী বিয়ের পর এ বছর প্রথম দিওয়ালি সেলিব্রেট করবেন, এক নজরে দেখে নিন।
1 / 7
দিওয়ালি আসছে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশনের প্রস্তুতি। বলি ইন্ডাস্ট্রির কোন কোন শিল্পী বিয়ের পর এ বছর প্রথম দিওয়ালি সেলিব্রেট করবেন, এক নজরে দেখে নিন।
2 / 7
৪ জুন, ২০২১। হিমাচল প্রদেশে বিয়ে করেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। পাত্র পরিচালক আদিত্য ধর। বিয়ের পর প্রথম দিওয়ালির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন দম্পতি।
3 / 7
ইসমাইল দরবারের পুত্র জায়েদ দরবারকে বিয়ে করেছেন অভিনেত্রী গওহর খান। ২৫ ডিসেম্বর ২০২০ বিয়ে করেন তাঁরা। ফলে গত বছরের দিওয়ালি দম্পতি হিসেবে সেলিব্রেট করতে পারেননি। এ বার প্রথং সেই সুযোগ পাবেন।
4 / 7
সুরাটের ব্যবসায়ী মৌলনা অনস সইদকে বিয়ে করেন অভিনেত্রী সানা খান। এ বছর তাঁদেরও বিয়ের পর প্রথম দিওয়লি।
5 / 7
চলতি বছরের ২৪ জানুয়ারি বিয়ে করেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। বরাবরই বড় করে দিওয়ালি সেলিব্রেট করেন বরুণ। এ বছর তাঁর কাছে আরও স্পেশ্যাল।
6 / 7
২০২০-র ডিসেম্বরে বিয়ে করেন আদিত্য নারায়ণ। ২০১৯-এ লকডাউনের সময় নাকি শ্বেতা আগরওয়ালকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। এ বছর তাঁদেরও প্রথম দিওয়ালি।
7 / 7
গত জুলাইতে বিয়ে করলেন রাহুল বৈদ্য। দিশা পারমারকে নিয়ে ইতিমধ্যেই মালদ্বীপে হনিমুন করে এসেছেন তিনি। এ বার দিওয়ালি সেলিব্রেশনের পালা।