রাখির ছুটিতে বলিউডের ভাই-বোনের সম্পর্কের কোন কোন ছবি দেখতে পারেন?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 22, 2021 | 1:48 PM

Rakhi 2021: আজ রাখি পূর্ণিমা। ভাই-বোনের উৎসব। বলিউডে বেশ কিছু ছবিতে এই সম্পর্কের সেলিব্রেশন রয়েছে। তার মধ্যেই কয়েকটি বেছে নেওয়া হল।

1 / 7
শাহরুখ খান এবং ঐশ্বর্যা রাই বচ্চনকে অনস্ক্রিন ভাই-বোন হিসেবে ‘জোশ’ ছবিতে দেখেছেন দর্শক। পরিচালক মনসুর খান ভাই-বোনের সম্পর্ক য়ে বন্ধুত্বের হতে পারে, সেটাই দেখাতে চেয়েছিলেন।

শাহরুখ খান এবং ঐশ্বর্যা রাই বচ্চনকে অনস্ক্রিন ভাই-বোন হিসেবে ‘জোশ’ ছবিতে দেখেছেন দর্শক। পরিচালক মনসুর খান ভাই-বোনের সম্পর্ক য়ে বন্ধুত্বের হতে পারে, সেটাই দেখাতে চেয়েছিলেন।

2 / 7
খালিদ মহম্মদ পরিচালিত ‘ফিজা’ ছবিতে ভাই-বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক রোশন এবং করিশ্মা কাপুর। অনেক বছর পর ভাইকে খুঁজে পেয়েছিল করিশ্মার চরিত্রটি। কিন্তু ভাই তখন সন্ত্রাসবাদী দলের সদস্য।

খালিদ মহম্মদ পরিচালিত ‘ফিজা’ ছবিতে ভাই-বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক রোশন এবং করিশ্মা কাপুর। অনেক বছর পর ভাইকে খুঁজে পেয়েছিল করিশ্মার চরিত্রটি। কিন্তু ভাই তখন সন্ত্রাসবাদী দলের সদস্য।

3 / 7
ওনির পরিচালিত ‘মাই ব্রাদার নিখিল’ ছবিতেও ভাই বোনের সম্পর্কের অন্য এক আঙ্গিক দেখেছেন দর্শক। সমপ্রেমের গল্পেও জুহি চাওলা এবং সঞ্জয় সুরির বন্ডিং আলাদা করে ভাল লেগেছিল দর্শকের।

ওনির পরিচালিত ‘মাই ব্রাদার নিখিল’ ছবিতেও ভাই বোনের সম্পর্কের অন্য এক আঙ্গিক দেখেছেন দর্শক। সমপ্রেমের গল্পেও জুহি চাওলা এবং সঞ্জয় সুরির বন্ডিং আলাদা করে ভাল লেগেছিল দর্শকের।

4 / 7
পাক জেলে ২৩ বছর থাকা সর্বজিৎ সিং আটওয়ালের জীবনের উপর নির্ভর করে তৈরি হয়েছিল ‘সর্বজিৎ’। দিদি ভাইকে রক্ষা করবে, এটাই তো রাখির মূল মন্ত্র। এই ছবিতে ঐশ্বর্যা রাই বচ্চন এবং রণদীপ হুডার মধ্যে সেই সম্পর্কই দেখানো হয়েছিল।

পাক জেলে ২৩ বছর থাকা সর্বজিৎ সিং আটওয়ালের জীবনের উপর নির্ভর করে তৈরি হয়েছিল ‘সর্বজিৎ’। দিদি ভাইকে রক্ষা করবে, এটাই তো রাখির মূল মন্ত্র। এই ছবিতে ঐশ্বর্যা রাই বচ্চন এবং রণদীপ হুডার মধ্যে সেই সম্পর্কই দেখানো হয়েছিল।

5 / 7
‘বম বম বোলে’ ছবিটি আপনাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাবে। ভাই-বোনের মধ্যে ছোটবেলার যে মধুর সম্পর্ক, তা দিয়েই সাজানো চিত্রনাট্য।

‘বম বম বোলে’ ছবিটি আপনাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাবে। ভাই-বোনের মধ্যে ছোটবেলার যে মধুর সম্পর্ক, তা দিয়েই সাজানো চিত্রনাট্য।

6 / 7
‘দিল ধড়কনে দো’ ছবিতে ভাই-বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে একে অপরের সাপোর্ট সিস্টেম হিসেবে ছিল এই চরিত্র দুটি।

‘দিল ধড়কনে দো’ ছবিতে ভাই-বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে একে অপরের সাপোর্ট সিস্টেম হিসেবে ছিল এই চরিত্র দুটি।

7 / 7
মাধুরী দীক্ষিত এবং সলমন খান অভিনীত আদ্যন্ত প্রেমের ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’ রাখির উইকেন্ডে দেখতে পারেন আপনি। কারণ প্রেম ছাড়াও ভাই-বোনের বন্ডিংও রয়েছে এই ছবিতে।

মাধুরী দীক্ষিত এবং সলমন খান অভিনীত আদ্যন্ত প্রেমের ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’ রাখির উইকেন্ডে দেখতে পারেন আপনি। কারণ প্রেম ছাড়াও ভাই-বোনের বন্ডিংও রয়েছে এই ছবিতে।

Next Photo Gallery