TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Sep 12, 2021 | 3:22 PM
ছুটির দিন, রবিবার। বাইরে যেতে ইচ্ছে করছে না? কুছ পরোয়া নহি। বাড়িতেই সময় কাটান এই বলিউড ছবিগুলির সঙ্গে। যে সে ছবি নয়, একেবারে ভুতুড়ে ছবি। গা ছমছম রবিবারের দুপুর, কানে ইয়ারফোন আর সঙ্গে 'তেনারা'... মন্দ কী? তার আগে এক ঝলকে দেখে নিন তালিকা।
মাত্র ১৫ দিনে শেষ হয় কউন ছবির শুটিং। মুখ্য ভূমিকায় ঊর্মিলা মাতণ্ডকর। রয়েছেন মনোজ বাজপেয়ী ও সুশান্ত সিং।
ঊর্মিলা মাতন্ডকর ও অজয় দেবগণ অভিনীত রাম গোপাল বর্মার ছবি ভূত। পেয়ে যাবেন হটস্টারে।
সইফ আলি খান, আফতাব শিবদাশানি, বিবেক ওবেরয়ের ছবি ডরনা মানা হ্যায়। ছোট ছোট ছয়টি ছবির সমাহার। পরিচালক রাম গোপাল বর্মা। পেয়ে যাবে নেটফ্লিক্সে।
হংকং ছবি 'আই'-য়ের রিমেক নয়না, আবারও মুখ্য ভূমিকায় ঊর্মিলা, দেখতে পারেন। পাবেন হটস্টারে।
ডাইনি আর পিশাচ নিয়ে ছবি এক থি ডায়েন। উপরি পাওনা কঙ্কনা, হুমা ও কল্কির অভিনয়। ইউটিউবে পেয়ে যাবেন এই ছবি।