Bangla News Photo gallery Bollywood king Shah Rukh Khan is returning to the screen after almost 4 years and he is leaving no stone unturned in the campaign to bring back his magic
Come Back Shah Rukh: চার বছর পর ফিরছেন শাহরুখ খান, নিজের ম্যাজিক ফেরাতে কী কী করছেন বলিউড বাদশা?
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Aug 30, 2022 | 11:00 PM
Come Back Shah Rukh: শেষ দুটো ছবি ‘রাইজ’ আর ‘জিরো’ বক্স অফিসে অসফল, এবার ৪ বছর ফিরছেন বলিউডে সুপারস্টার শাহরুখ। আগামী বছর একটা নয়, তিনটে ছবি আসছে।
1 / 7
সাম্প্রতিক প্রতিবেদনগুলো থেকে খবর, শাহরুখ খান ফারহান আখতারের ডন ৩ ছবি প্রত্যাখ্যান করেছেন। কারণ হিসেবে শোনা যাচ্ছে তিনি ছবিটির স্ক্রিপ্টের উপর পুরোপুরি বিশ্বাসী ছিলেন না। আর তাই ফারহান আখতার আবার স্ক্রিপ্টে কাজ করছেন এবং সকলের আশা নতুন স্ক্রিপ্ট বাদশার ভাল লাগবে। খবরটি শিরোনাম আসতেই শাহরুখ ভক্তরা হতাশা প্রকাশ করেছেন কারণ তাঁরা তাঁকে আবার ডন অবতারে দেখতে চান। তবে চিন্তা কোনও কারণ নেই, কিং খানের পাঠান, জওয়ানসহ তিনটে ছবি মুক্তি পাবে আগামী বছর। আর সেই সব ছবি দিয়ে দর্শকে মন জয় করতে শাহরুখ কোনও খামতি রাখতে নারাজ। প্রচার দিয়েই শুরু করবেন ৪ বছর ফিরে আসার সফর।
2 / 7
প্রথমেই আসা যাক পাঠান ছবির কথা নিয়ে। এই ছবির প্রচারের জন্য শাহরুখ নিয়েছেন নানা প্রচার পরিকল্পনা। পাঠান দিয়ে ফিরবেন তিনি। জানুয়ারি ২০২৩ সালে মুক্তি যশরাজ ফিল্মসের এই ছবি। এই ছবিতে একেবারে অন্যরূপে পাওয়া যাবে এসআরকে-কে, খবর এমনই৷ তাই শোনা যাচ্ছে যে শাহরুখকে ছবির প্রচারে কম রাখার পরিকল্পনা রয়েছে। তিনি খুব সীমিত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। সাম্প্রতিক বয়কট ট্রেন্ডও এর একটা কারণ।
3 / 7
পাঠান ছবির জন্য দীপিকা পাড়ুকোনের বিশেষ গান। রণবীর সিং পাঠান ছবির জন্য দীপিকার বিশেষ গানের কথা সামনে এনেছিলেন। তিনি জানিয়েছিলেন যে দীপিকা ছবিটির জন্য একটি খুব গ্ল্যামারাস গানের জন্য শ্যুট করছিলেন বিশাল এবং শেখরের সুরে গানটির কোরিওগ্রাফ করেছেন বৈভবী মার্চেন্ট। তিনি বলেছিলেন, “একটা লুকিয়ে দেখেছি আর মনে হচ্ছে আগুন লেগে যাবে স্ক্রিনে”।
4 / 7
সম্প্রতি সামনে এসেছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ছবি ব্রহ্মাস্ত্র-এ শাহরুখ খানের ক্যামিও দৃশ্যের ঝলক। ছবিটি থেকে তাঁর একটি ছবি অনলাইনে ফাঁস হয়েছে এবং এটি চরিত্রটি কেমন তার একটা আভাস পাওয়া গিয়েছে। ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ব্রহ্মাস্ত্র-তে শাহরুখ বনরাস্ত্রে অভিনয় করছেন।
5 / 7
শাহরুখ খান তাঁর জওয়ান সিনেমার জন্য দক্ষিণের পরিচালক অ্যাটলির সঙ্গে সব রকম সহযোগিতা করছেন। এতে নয়নতারা এবং অন্যান্যরা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন। সর্বশেষ খবরে জানা গিয়েছে যে শাহরুখ খান চেন্নাই যাবেন এবং সেখানে প্রায় এক মাস থাকবেন ছবির শুটিংয়ের জন্য।
6 / 7
দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি শাহরুখ খানের ছবি জওয়ান-এর অংশ হতে চলেছেন। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি এই ছবির জন্য তাঁর পারিশ্রমিক ১৫ কোটি থেকে বাড়িয়ে ২১ কোটি করেছেন। শাহরুখ খান এই প্রতিভাকে সম্মান করার কারণে খুশি হয়ে তাঁকে আরও অর্থ দিতে রাজি হয়েছেন।
7 / 7
শাহরুখ খান রাজকুমার হিরানির ছবি ডানকি-তেও কাজ করছেন। এতে তাপসী পান্নুর সঙ্গে দেখা যাবে তাঁকে। এখন পর্যন্ত এই ছবিটি সম্পর্কে কোনও বড় আপডেট নেই তবে কয়েক দিন আগে, ছবিটির সেট থেকে একটি ছবি অনলাইনে ফাঁস হয়েছিল। শাহরুখ খান এবং তাপসী পান্নু লন্ডনে ছবির কয়েকটি অংশের শুটিং করছেন।